রাতে ক্যাব বুক করলে যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

গভীর রাতে বন্ধুর বাড়ি বা পার্টি থেকে ফিরবেন। কিংবা আটকে পড়েছেন জরুরি কাজে। বাড়ি ফিরবেন। সঙ্গে গাড়ি নেই। তাই ভরসা বেসরকারি সংস্থার ক্যাব। কিন্ত রাতে ক্যাব বুক করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন। এতে নিরাপদে আপনি ফিরতে পারবেন বাড়ি।

Updated By: Jul 19, 2016, 08:07 PM IST
রাতে ক্যাব বুক করলে যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

ওয়েব ডেস্ক : গভীর রাতে বন্ধুর বাড়ি বা পার্টি থেকে ফিরবেন। কিংবা আটকে পড়েছেন জরুরি কাজে। বাড়ি ফিরবেন। সঙ্গে গাড়ি নেই। তাই ভরসা বেসরকারি সংস্থার ক্যাব। কিন্ত রাতে ক্যাব বুক করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন। এতে নিরাপদে আপনি ফিরতে পারবেন বাড়ি।

১) ক্যাব বুকিং করেই, গাড়ির ডিটেলস পাঠিয়ে দিন কাছের কাউকে বা কোনও বন্ধুকে।

২) স্থির করে ফেলুন, গাড়ির রুট। চেনা রাস্তায় বাড়ি পৌছন, অচেনা রাস্তা অ্যাভয়েড করুন। গাড়িতে উঠেই ড্রাইভারকে জানিয়ে দিন, কোন রুটে আপনি যাবেন।

৩) গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকলে ভাল। তা আপনার কাছের কোনও বন্ধু বা আত্মীয়কে পাঠিয়ে দিন। যদি তা না থাকে, তাহলে নিজের ফোনের জিপিএস অন করে রাখুন এবং পরিচিত কাউকে তথ্য পাঠান।

৪) চালকের সঙ্গে আপনি আপনার পার্সোনাল ডিটেইল শেয়ার করবেন না।

৫) মহিলা যাত্রীরা ফোন করে কথা বলুন কোনও পরিচিত মানুষের সঙ্গে।

৬) ফোনে ঝগড়া এড়িয়ে যাওয়াই ভাল। ব্যক্তিগত আলাপচারিতা করলেও সতর্ক থাকুন।

৭) সঙ্গে পেপার স্প্রে রাখুন। কাজে দিতে পারে ডিওড্রেন্টও। বিপদ বুঝে স্প্রে করতে পারেন।

৮) ভারী কিছু সঙ্গে রাখুন। বিপদে পড়লে কাচ ভেঙে চিত্কার করে পথচলতি মানুষকে ডাকুন।

৯) মদ্যপ অবস্থায় একা কখনওই ক্যাব সার্ভিস নেবেন না। কাউকে সঙ্গে নিয়ে নেবেন।

এটুকু করলে আপনিও নিরাপদে বাড়ি ফিরে আসতে পারেন।

.