সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী, গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি

সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ৪ জঙ্গি। জম্মু-কাশ্মীরের রামপুর সেক্টরে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। লুকিয়ে থাকা আরও জঙ্গির খোঁজে তল্লাসি চলে। রামপুর সেক্টরে কয়েকদিন আগেই অনুপ্রবেশের  চেষ্টা হয়র সেবারও সেনাবাহিনীর তত্পরতায় জঙ্গি অনুপ্রবেশ এড়ানো গেছে।

Updated By: May 27, 2017, 11:47 AM IST
সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী, গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি

ওয়েব ডেস্ক: সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ৪ জঙ্গি। জম্মু-কাশ্মীরের রামপুর সেক্টরে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। লুকিয়ে থাকা আরও জঙ্গির খোঁজে তল্লাসি চলে। রামপুর সেক্টরে কয়েকদিন আগেই অনুপ্রবেশের  চেষ্টা হয়র সেবারও সেনাবাহিনীর তত্পরতায় জঙ্গি অনুপ্রবেশ এড়ানো গেছে।

আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী ঐক্যে শান, সর্বসম্মত প্রার্থীর ওপর জোর

গতকালই দিল্লি পুলিস হাই অ্যালার জারি করে। আশঙ্কা প্রকাশ করা হয়, দেশে ঢুকে পড়েছে ২০ থেকে ২১ জন লস্কর জঙ্গি। নাশকতার আশঙ্কায় মেট্রো, রেলস্টেশন, শপিংমলে বাড়ানো হয় নিরাপত্তা। তার ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করলেন সেনাজওয়ানরা।

আরও পড়ুন  সারা দেশে গো-হত্যায় "না"!

.