ভূমিকম্প আন্দামানে, কেন্দ্র থাইল্যান্ড থেকে ৪০০ কিমি দূরে

রোজই কোথাও না কোথাও ভূমিকম্প হয়েই যাচ্ছে। এই তো মাত্র কয়েকদিন আগে দু-দুবার বেশ জোরালোভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আমাদের শহর কলকাতাও। জাপানে তো ভূমিকম্প প্রায় রোজই হচ্ছে। ইকুয়েডরেও ভূমিকম্পে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

Updated By: Apr 20, 2016, 12:11 PM IST
ভূমিকম্প আন্দামানে, কেন্দ্র থাইল্যান্ড থেকে ৪০০ কিমি দূরে

ওয়েব ডেস্ক: রোজই কোথাও না কোথাও ভূমিকম্প হয়েই যাচ্ছে। এই তো মাত্র কয়েকদিন আগে দু-দুবার বেশ জোরালোভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আমাদের শহর কলকাতাও। জাপানে তো ভূমিকম্প প্রায় রোজই হচ্ছে। ইকুয়েডরেও ভূমিকম্পে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

আর এবার ভূমিকম্প আন্দামানে। থাইল্যান্ডের পশ্চিম প্রান্ত থেকে আন্দামান সাগর পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ এর সামান্য বেশি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ৩.৩২ নাগাদ কম্পন অনুভূত হয়। এমনটা জানানো হয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে। থাইল্যান্ড থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীর থেকে এই কম্পনের সূত্রপাত।

.