মুম্বইয়ের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হল ডেভিড কোলম্যান হেডলির

মুম্বইয়ের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হল ডেভিড কোলম্যান হেডলির। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রথম দিন পাঁচ ঘণ্টা সাক্ষ্য দেবে হেডলি। ছাব্বিশ এগারো জঙ্গি হামলায় ইতিমধ্যেই পাক-মার্কিন এই লস্কর এ তৈবা জঙ্গিকে রাজসাক্ষী ঘোষণা করা হয়েছে।

Updated By: Feb 8, 2016, 08:43 AM IST
 মুম্বইয়ের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হল ডেভিড কোলম্যান হেডলির

ওয়েব ডেস্ক: মুম্বইয়ের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হল ডেভিড কোলম্যান হেডলির। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রথম দিন পাঁচ ঘণ্টা সাক্ষ্য দেবে হেডলি। ছাব্বিশ এগারো জঙ্গি হামলায় ইতিমধ্যেই পাক-মার্কিন এই লস্কর এ তৈবা জঙ্গিকে রাজসাক্ষী ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আবু জুন্দলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাকে। বর্তমানে আবু জুন্দল মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি। সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের দাবি, এই প্রথম কোনও বিদেশি জঙ্গি ভারতের আদালতে সাক্ষ্য দিচ্ছে। গতকালই হেডলি স্বীকার করে, পাক সরকারের সমর্থনে ছাব্বিশ এগার জঙ্গি হামলার ছক কষেছিল লস্কর-এ-তৈবা। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অনুমোদনেই সম্পন্ন হয়েছিল ছাব্বিশ এগার মুম্বই হামলা। হেডলিকে জেরা করে পাক বিরোধী এমন প্রচুর তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

.