৮৫ বছরে পা দিল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন ১০ গুরুত্বপূর্ণ তথ্য

Updated By: Oct 8, 2017, 03:54 PM IST
৮৫ বছরে পা দিল ভারতীয় বায়ুসেনা, জেনে নিন ১০ গুরুত্বপূর্ণ তথ্য

ওয়েব ডেস্ক: আট দশক পেরিয়ে এল ভারতীয় বায়ুসেনা। রবিবার ৮৫তম বর্ষে পা দিল ভারতের এই ঐতিহ্যশালী বাহিনী। ১৯৩২ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে এখনও প‌র্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করে চলেছে ভারতীয় বায়ুসেনা।

বিশেষ এই দিনটি উপলক্ষ্যে দেশজুড়ে বায়ুসেনার বিভিন্ন বেস-এ এয়ার শোয়ের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে।

জেনে নিন ভারতীয় বায়ুসেনা সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।

১৯৩৩ সালে বায়ুসেনার হাতে ছিল মাত্র ৬ জন প্রশিক্ষিত অফিসার ও ১৯ এয়ারম্যান। ছিল ৪টি ওয়েস্টল্যান্ড ওয়াপিটি ২এ বিমান।

১৯৩৩ সালের এপ্রিলে বায়ুসেনায় ‌যোগ হয় এর প্রথম স্কোয়াড্রন।

দ্বিতীয় বিশ্ব‌যুদ্ধ শুরুর সময়ে বায়ুসেনায় ছিল মাত্র ১৬ জন অফিসার ও ৬৬২ এয়ারম্যান।

১৯৪৫ সালে বায়ুসেনার সঙ্গে ‌যোগ করা হয় ‘রয়্যাল’ শব্দ। নাম হয় রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স।

১৯৫০ সাল থেকে এখনও প‌র্যন্ত ভারতীয় বায়ুসেনা মোট ৫টি ‌লড়াইয়ে অংশ নিয়েছে। তার মধ্যে চারটিই পাকিস্তানের বিরুদ্ধে। একটি চিনের বিরুদ্ধে।

১৯৪৬ সালে রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সে ‌যোগ হয় ট্রান্সপোর্ট ইউনিট।

দেশভাগের সময় রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সে ছিল মাত্র ৫টি স্কোয়ার্ডন।

১৯৫০ সালে বায়ুসেনার নাম থেকে রয়্যাল শব্দটি বাদ দেওয়া হয়।

এখনও প‌র্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস ও অপারেশন পুমালি।

১৯৬১-৬২ সালে কঙ্গোয় রাষ্ট্রসংঘের শান্তি অভি‌যানে অত্যন্ত ভালোভাবে কাজ করে বায়ুসেনা। ভারতীয় সেনা ও বিমানবাহিনী গৃহ‌যুদ্ধ থামিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন-দরকার পড়লে অল্প সময়ের মধ্যে হামলা চালাতে তৈরি: বায়ুসেনা প্রধান

.