উত্তর প্রদেশে মাদ্রাসার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল ‌যোগী সরকার

Updated By: Aug 18, 2017, 06:51 PM IST
উত্তর প্রদেশে মাদ্রাসার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল ‌যোগী সরকার

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশের মাদ্রাসাগুলি নিয়ে নয়া নির্দেশিকা। সে রাজ্যের সমস্ত মাদ্রাসার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল ‌যোগী আদিত্যনাথের সরকার। শুক্রবার থেকেই কা‌র্যকর হল ওই নির্দেশিকা। এজন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

উত্তর প্রদেশের মন্ত্রী এলএন সিংয়ের কথায়,"মাদ্রাসা শিক্ষার উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে।"

স্বাধীনতা দিবসে সে রাজ্যের সমস্ত মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশ দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। বেশ কয়েকটি মাদ্রাসা ওই নির্দেশিকা অনুসরণ করেনি বলে অভি‌যোগ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বরেলির জেলাশাসক। সেদিকে ইঙ্গিত দিয়ে এদিন উত্তর প্রদেশের এল এন সিং বলেন, "স্বাধীনতা দিবসে ‌যারা জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সংগীত গায় না, তাদের মধ্যে জাতীয়তাবোধের অভাব রয়েছে। ব্যবস্থা নেওয়া হলে অন্যায় নয়।'' 

 

 

আরও পড়ুন,আগামী লোকসভায় অমিতের লক্ষ্য ৩৬০-এর বেশি আসন

.