পাকিস্তানের বালুচিস্তানে ধর্মীয়স্থানে বিস্ফোরণ, মৃত তিরিশ

পাকিস্তানের বালুচিস্তানে ধর্মীয়স্থানে বিস্ফোরণে মৃত্যু হল তিরিশ জনের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। আহত প্রায় শতাধিক। আজ বালুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত হাব এলাকার দরগা শাহ নুরানিতে চলছিল সুফি নাচের আসর। সেই সময়ই বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণের খবর স্বীকার করেছেন অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগতি। তবে কারা এই বিস্ফোরণের পিছনে তা এখনও স্পষ্ট নয়।

Updated By: Nov 12, 2016, 11:42 PM IST
পাকিস্তানের বালুচিস্তানে ধর্মীয়স্থানে বিস্ফোরণ, মৃত তিরিশ

ওয়েব ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে ধর্মীয়স্থানে বিস্ফোরণে মৃত্যু হল তিরিশ জনের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। আহত প্রায় শতাধিক। আজ বালুচিস্তানের লাসবেলা জেলার প্রত্যন্ত হাব এলাকার দরগা শাহ নুরানিতে চলছিল সুফি নাচের আসর। সেই সময়ই বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণের খবর স্বীকার করেছেন অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগতি। তবে কারা এই বিস্ফোরণের পিছনে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- পঞ্জাবের গ্রামে পুজো হচ্ছে জ্যান্ত গণেশের, স্বয়ং 'গণেশজি'র আশীর্বাদ নিতে লম্বা লাইন! (ভিডিও)

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানে দীর্ঘ দিন যাবত্ পাক সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। সম্প্রতি, পাকিস্তান কাশ্মীরের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলায় ভারতও বালুচ ইস্যুতে বেশ কিছু মন্তব্য করে। নরেন্দ্র মোদীর করা সেই মন্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়াও দেয় ইসলামাবাদ।

.