চিনে নির্মীয়মাণ আবাসন ধসে মৃত কমপক্ষে ৬৭

চিনে নির্মীয়মাণ আবাসন ধসে মৃতের সংখ্যা ৬০ ছাড়াল। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ৬৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও পর্যন্ত নিখোঁজ এক শ্রমিক। অন্যদিকে গুরতর আহত বেশ কয়েকজন শ্রমিক।

Updated By: Nov 24, 2016, 05:04 PM IST
চিনে নির্মীয়মাণ আবাসন ধসে মৃত কমপক্ষে ৬৭

ওয়েব ডেস্ক : চিনে নির্মীয়মাণ আবাসন ধসে মৃতের সংখ্যা ৬০ ছাড়াল। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ৬৭টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও পর্যন্ত নিখোঁজ এক শ্রমিক। অন্যদিকে গুরতর আহত বেশ কয়েকজন শ্রমিক।

১০০ জন প্যালামিলিটারি পুলিস যুদ্ধকালীন তত্পরতায় চালাচ্ছে উদ্ধারকাজ। আজ সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ আবাসনটি। জানা গেছে, একটি নির্মীয়মাণ বিদ্যুত্কেন্দ্রের অংশ ছিল ওই বিল্ডিংটি।

আরও পড়ুন, কাশ্মীর সন্ত্রাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার মোদীর বিরুদ্ধে প্রচারে নামছে পাকিস্তান

জানেন কোন কোন দেশে ৫০ হাজারের নোট চলে?

.