রাজ্যে এনসেফালাইটিসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

রাজ্যে এনসেফালাইটিসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসেই উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে ২৮ জনের। এখনও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বহু মানুষ। কোচবিহারে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এখনও পর্যন্ত কোচবিহারে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে মারা গিয়েছেন একজন।

Updated By: Jul 26, 2015, 12:04 PM IST

ওয়েব ডেস্ক: রাজ্যে এনসেফালাইটিসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসেই উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে ২৮ জনের। এখনও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বহু মানুষ। কোচবিহারে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এখনও পর্যন্ত কোচবিহারে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে মারা গিয়েছেন একজন।

আজ, রবিবার সকালে নতুন করে চারজন সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পড়শি রাজ্য অসমের অবস্থাও সঙ্কটজনক। এখনও পর্যন্ত জাপানিস এনসেফালাইটিসে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩৬৫ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ অসম যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জাপানিস এনসেফালাইটিস নিয়ে অসমের চিকিত্‍সক মহলেও সংশয় তৈরি হয়েছে।

.