লাখো মানুষের ভিড়ে সাড়ম্বরে পালিত মা সারদার জন্মতিথি

বেদমন্ত্র, মঙ্গল আরতি, প্রভাতফেরি। সকাল থেকে সারদাদেবীর জন্মতিথি ঘিরে ব্যস্ত জয়রামবাটী, বেলুড় মঠ। লাখো মানুষের ভিড়ে দিনভর সরগরম দুই পূণ্যভূমি।

Updated By: Dec 20, 2016, 09:08 PM IST
লাখো মানুষের ভিড়ে সাড়ম্বরে পালিত মা সারদার জন্মতিথি

ওয়েব ডেস্ক : বেদমন্ত্র, মঙ্গল আরতি, প্রভাতফেরি। সকাল থেকে সারদাদেবীর জন্মতিথি ঘিরে ব্যস্ত জয়রামবাটী, বেলুড় মঠ। লাখো মানুষের ভিড়ে দিনভর সরগরম দুই পূণ্যভূমি।

সকাল থেকেই উত্সবের মেজাজে বাঁকুড়ার জয়রামবাটীতে। প্রভাতফেরি, পূজাপাঠ, মঙ্গল আরতি। মা সারদার একশো চৌষট্টিতম জন্মতিথিকে স্মরণ করলেন অসংখ্য মানুষ। প্রভাতফেরিতে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। ছিলেন মিশনের মহারাজরাও।

শ্রদ্ধায় মা সারদার জন্মতিথি পালিত হয় বেলুড় মঠেও। মঙ্গলবার ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় জন্মতিথি উদযাপন। এরপর বেদমন্ত্র পাঠ, ভজন ও বিশেষ পূজাপাঠ। দুপুরে প্রসাদ বিতরণ। মা সারদার জন্মতিথি পালন করতে সকাল থেকেই বেলুড় মঠে ভিড় করেন প্রচুর মানুষ।

আরও পড়ুন, বীভত্স! নৃশংসতার চূড়ান্ত 'নজির' মুম্বইয়ে

.