ফের ফুরফরায়, এবার ইফতারে দেখা মিলল সদলবলে মুকুল রায়

ফের ফুরফুরা শরিফে স্বপার্ষদ মুকুল রায়। শিউলি সাহা , শীলভদ্র দত্তদের নিয়ে যোগ দিলেন ইফতারে।  এই দুই বিধায়ক ছাড়াও ছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ। তৃণমূলের সঙ্গে সম্পর্কে চিড় ধরতেই ফুরফুরা শরিফে গিয়ে তোহা সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন মুকুল রায়।  সংখ্যালঘুদের উন্নয়নকে  কুমিরের কান্নার সঙ্গেও তুলনা করেছিলেন।  সংখ্যালঘু উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতেও ছাড়েননি মকুল।

Updated By: Jun 22, 2015, 04:34 PM IST
ফের ফুরফরায়, এবার ইফতারে দেখা মিলল সদলবলে মুকুল রায়

ব্যুরো: ফের ফুরফুরা শরিফে স্বপার্ষদ মুকুল রায়। শিউলি সাহা , শীলভদ্র দত্তদের নিয়ে যোগ দিলেন ইফতারে।  এই দুই বিধায়ক ছাড়াও ছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ। তৃণমূলের সঙ্গে সম্পর্কে চিড় ধরতেই ফুরফুরা শরিফে গিয়ে তোহা সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন মুকুল রায়।  সংখ্যালঘুদের উন্নয়নকে  কুমিরের কান্নার সঙ্গেও তুলনা করেছিলেন।  সংখ্যালঘু উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতেও ছাড়েননি মকুল।

রবিবার ফের ফুরফুরা শরিফে মুকুল রায়। এবার উপলক্ষ্য ইফতারে যোগ দেওয়া। সঙ্গে বাকপুরের শিলভদ্র দত্ত বা শিউলি সাহার মতো ঘনিষ্ঠ অনুগামীরা তো ছিলেনই। মুকুলের পাশে এদিন দেখা গেল সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষকেও। যদিও রাজনীতি নিয়ে একবারের জন্যও মুখখোলেননি  মুকুল

মুকুল নতুন দল করলে কি পাশে থাকবেন? এখনই সরাসরি জবাব দিচ্ছেন না পিরজাদা ত্বহা সিদ্দিকি।

মুকুল নিজে বলছেন সৌজন্য সাক্ষাত্। সত্যি কী তাই? নাকি ফুরফুরায় গিয়ে সংখ্যালঘু সমর্থন  কতটা তাঁর পক্ষে সে  অঙ্ক করলেন মুকুল রায়? উঠছে প্রশ্ন।

 

.