নবমীর আনন্দও মাটি করতে হাজির ঘূর্ণাসুর

নবমীর আনন্দও মাটি করতে হাজির ঘূর্ণাসুর। সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। ওড়িশা উপকূলে সক্রিয় ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। যার ফলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। রেহাই পাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। পুজোর শেষ দুদিনই বৃষ্টি মাথায় করেই ঠাকুর দেখতে হতে পারে। বলছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Oct 10, 2016, 02:50 PM IST
নবমীর আনন্দও মাটি করতে হাজির ঘূর্ণাসুর

ওয়েব ডেস্ক: নবমীর আনন্দও মাটি করতে হাজির ঘূর্ণাসুর। সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। ওড়িশা উপকূলে সক্রিয় ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে। যার ফলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। রেহাই পাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। পুজোর শেষ দুদিনই বৃষ্টি মাথায় করেই ঠাকুর দেখতে হতে পারে। বলছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন গ্রামের বাড়িতে কোমর বেঁধে পুজোর কাজে নেমে পড়েছেন বাংলা ছবির কমেডিয়ান বিশ্বনাথ বসু

আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়

আরও পড়ুন এক্সাইড আয়োজিত আমিই শ্রেষ্ঠ ২০১৬ সম্মানের শিরোপা পেল কোন কোন মণ্ডপ?

.