ভারতে যখন বাহুবলী ঝড়, চিনে তখন চলছে দঙ্গল ঝড়

গোটা ভারত এখন মেতে রয়েছে প্রভাসে। সেখানে প্রতিবেশি চিন মেতে রয়েছে যেন আমির খানে। আসলে চিনে বরাবরই জনপ্রিয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর পিকেই সে দেশে সবথেকে বেশি টাকার ব্যবসা করা ভারতীয় ফিল্ম। রাজকুমার হিরানির পিকে চিনে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু এবার দঙ্গল পিকের রেকর্ড ভেঙে অনেকদূর এগিয়ে গিয়েছে। দেশজুড়ে যখন চলছে বাহুবলী ঝড়, তখন গোটা চিনজুড়ে চলছে আমির খানের দঙ্গল ঝড়। কারণ, রিলিজ করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই চিনের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দঙ্গল।চিনে ছবি মুক্তির প্রথম দিনেই দঙ্গল ব্যবসা করেছিল ১৫ কোটি টাকার। তখনই বোঝা গিয়েছিল, এবার বড়সড় সাফল্য পেতে চলেছে দঙ্গল। হলও সেটাই। কারণ, চিনে দঙ্গলের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গিয়েছে ২০০ কোটি টাকা।

Updated By: May 13, 2017, 03:41 PM IST
ভারতে যখন বাহুবলী ঝড়, চিনে তখন চলছে দঙ্গল ঝড়

ওয়েব ডেস্ক: গোটা ভারত এখন মেতে রয়েছে প্রভাসে। সেখানে প্রতিবেশি চিন মেতে রয়েছে যেন আমির খানে। আসলে চিনে বরাবরই জনপ্রিয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর পিকেই সে দেশে সবথেকে বেশি টাকার ব্যবসা করা ভারতীয় ফিল্ম। রাজকুমার হিরানির পিকে চিনে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু এবার দঙ্গল পিকের রেকর্ড ভেঙে অনেকদূর এগিয়ে গিয়েছে। দেশজুড়ে যখন চলছে বাহুবলী ঝড়, তখন গোটা চিনজুড়ে চলছে আমির খানের দঙ্গল ঝড়। কারণ, রিলিজ করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই চিনের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দঙ্গল।চিনে ছবি মুক্তির প্রথম দিনেই দঙ্গল ব্যবসা করেছিল ১৫ কোটি টাকার। তখনই বোঝা গিয়েছিল, এবার বড়সড় সাফল্য পেতে চলেছে দঙ্গল। হলও সেটাই। কারণ, চিনে দঙ্গলের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গিয়েছে ২০০ কোটি টাকা।

আরও পড়ুন বিক্রমের গাড়ি দুর্ঘটনা, মডেল সনিকার মৃত্যু; রহস্যের জট খুলল?

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের কথা অনুযায়ী, দঙ্গল চিনে ইতিমধ্যে ব্যবসা করে ফেলেছে ২১৩ কোটি টাকা।প্রসঙ্গত, চিনের প্রায় ৪০ হাজার সিনেমা হলের মধ্যে ৭০০০ হলে দেখা যাচ্ছে দঙ্গল। তবে, চিনে দঙ্গলের নাম পাল্টে হয়েছে 'সুয়াই জিয়াও বাবা'। যার মানে হল, চলো বাবা কুস্তি লড়ি। সত্যিই যেন বক্স অফিসেও কুস্তি লড়ছে দঙ্গল।

আরও পড়ুন  বাহুবলী ম্যানিয়ার মাঝে বক্স অফিসে রাজ করবে কোন ছবিটি?

.