ফারহানের জন্য অভিষেক বচ্চনকে তাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা?

ফের জুটি বাঁধছেন ফারহান-প্রিয়াঙ্কা

Updated By: Jul 10, 2018, 11:33 AM IST
ফারহানের জন্য অভিষেক বচ্চনকে তাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা?

নিজস্ব প্রতিবেদন : প্রায় এক যুগ পর সলমন খানের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভরত’-এ সলমন-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখার আশায় ইতিমধ্যেই তাঁদের ভক্তদের মধ্যেই উচ্ছ্বাস চোখে পড়ছে। এবার শুধু সলমন-প্রিয়াঙ্কাই নন, মাধুরী দীক্ষিতের সঙ্গেও বহু বছর পর জুটি বাঁধছেন অনিল কাপুরও। ফলে, চলতি বছর কে কার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন, তা বোধ হয় বোঝার ক্ষমতা কারও নেই। জানেন কি, ‘দিল ধড়কনে দো’-র পর এবার ফের ফারহান আখতারের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন : সঞ্জয় দত্তের মা হতে চাননি, বিস্ফোরক মনীষা

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। জানা যাচ্ছে, পরিচালক সোনালি বোসের ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এ প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিষেক বচ্চনের একসঙ্গে অভিনয়ের কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত সোনালি বোসের ওই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে দেখা যাবে ফারহান আখতারকে।

আরও পড়ুন : দেখুন 'মুল্ক'-এর ট্রেলর, গায়ে কাঁটা দেবে

শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ গার্ল জায়রা ওয়াসিমের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারকে।

.