গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ফারাজ খান, সাহায্যের আর্তি পরিবারের

রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মেহেন্দিতে অভিনয় করেন ফারাজ খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 14, 2020, 06:19 PM IST
গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ফারাজ খান, সাহায্যের আর্তি পরিবারের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : গুরুতর অসুস্থ অভিনেতা ফারাজ খান। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বেঙ্গালুরুর ওই হাসপাতালেই চিকিতসা চলছে রানি মুখোপাধ্যায়ের 'মেহেন্দি' সিনেমার ওই অভিনেতাকে। 

সূত্রের খবর, মস্তিষ্কে সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এরপরই তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ফারাজের চিকিতসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে তাঁর পরিবার। ফারাজের চিকিতসার জন্য তাঁর পরিবারের পাশাপাশি পূজা ভাটও ফারাজ খানের চিকিতসার জন্য প্রত্যেককে এগিয়ে আসার বার্তা দেন। ফারাজ খানের চিকিতসার জন্য যাতে প্রত্যেকে এগিয়ে আসেন, সে বিষয়ে ট্যুইট করেন মহেশ ভাটের মেয়ে।

 

ফারাজ খানের ভাই ফাহমান খান জানান, গত এক বছর ধরে সর্দি, কাশিতে ভুগছিলেন ফারাজ খান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে, ফারাজ খানকে ভর্তি করা হয় হাসপাতালে। এই মুহূর্তে ফারাজের চিকিতসার জন্য ২৫ লক্ষের প্রয়োজন। সেই কারণেই প্রত্যেকের কাছে আবেদন জানানো হয়েছে সাহায্যের জন্য।

.