ঐশ্বর্য, অভিষেকের ঝামেলা? এই ভিডিও থেকেই গুঞ্জন ছড়ায়!
বিমানবন্দরে দেখা যায় এই দৃশ্য
![ঐশ্বর্য, অভিষেকের ঝামেলা? এই ভিডিও থেকেই গুঞ্জন ছড়ায়! ঐশ্বর্য, অভিষেকের ঝামেলা? এই ভিডিও থেকেই গুঞ্জন ছড়ায়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/24/129639-675859-630446-abhishek-aishwarya-aaradhya.png)
নিজস্ব প্রতিবেদন : ঐশ্বর্যর সঙ্গে নাকি ঝামেলা হয়েছে অভিষেক বচ্চনের। সেই কারণেই বিমানবন্দরে মেয়ের হাত অভিষেককে ধরতে দেননি ঐশ্বর্য। সম্প্রতি এমন খবরে একটি ইংরেজি ওয়েবসাইটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক বচ্চন। বিষয়টি নিয়ে টুইটও করেন জুনিয়র বচ্চন। তিনি বলেন, সত্যিটা না জেনে যেন কেউ খবর না করেন। কিন্তু, কেন ঐশ্বর্য, অভিষেককে নিয়ে এমন খবর প্রকাশ্যে এল, জানেন?
আরও পড়ুন : 'ঠকানোটা রণবীরের অভ্যেস', বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন দীপিকা
সম্প্রতি একটি ওয়েবসাইটের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যাকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। লন্ডন থেকে ফেরার সময়ই ক্যামেরাবন্দি হন ঐশ্বর্য, অভিষেকরা। সেখানে মায়ের হাত ধরে হাঁটতে দেখা যায় আরাধ্যাকে। অভিষেক মেয়ের হাত ধরতে গেলে, বাবার হাত দরিয়ে দেয় আরাধ্যা। ওই ঘটনা ক্যামেরাবন্দি হতেই, তা ছড়িয়ে পড়ে হু হু করে। এরপরই ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের ঝগড়া হয়েছে বলে খবর ছড়ায়।
আরও পড়ুন : একসঙ্গে সইফ-অমৃতা, সঙ্গে মেয়ে সারা, করিনা জানেন!
যদিও, সংশ্লিষ্ঠ ওয়েবসাইটের বিরুদ্ধে অভিষেক ক্ষোভ প্রকাশ করলে, তাদের তরফে সেই খবর সরিয়ে দেওয়া হয়। দেখুন সেই ভিডিও...