সিনেমার প্রমোশনের মধ্যেই করিনাকে কাছে টেনে নিলেন অক্ষয়, ছড়িয়ে পড়ল ভিডিয়ো

গুড নিউজের প্রমোশনের জন্য আপাতত দিল্লিতে রয়েছেন অক্ষয় কুমার এবং করিনা কাপুর খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 18, 2019, 12:32 PM IST
সিনেমার প্রমোশনের মধ্যেই করিনাকে কাছে টেনে নিলেন অক্ষয়, ছড়িয়ে পড়ল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন:  গুড নিউজের (Good Newwz) প্রমোশনের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন অক্ষয় কুমার এবং করিনা কাপুর খান৷ সিনেমার প্রমোশনের জন্য অক্ষয়, করিনার সঙ্গে যোগ দিয়েছেন কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জও৷ 

আরও পড়ুন : 'মৃত্যুর পরও মেয়ের মুখ দেখেননি মৌসুমি চট্টোপাধ্যায়', দাবি পায়েলের স্বামী ডিকির
গুড নিউজের প্রমোশনের জন্য দিল্লিতে হাজির হয়ে কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন কিয়ারা এবং দলজিত৷ রিয়েল 'বাত্রা' কারা, সে বিষয়ে জোর তরজা শুরু হয়ে অক্ষয়-করিনা এবং দলজিত-কিয়ারার মধ্যে৷ যদিও পুরোটাই সিনেমার প্রয়োজনে৷ 
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

গুড নিউজের প্রমোশনের পাশাপাশি লাল সিং চাড্ডার শ্যুটিংও শুরু করেছেন করিনা কাপুর খান৷  এই সিনেমায় (Kareena Kapoor Khan) করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আমির খান৷ করিনার পাশাপাশি (Akshay Kumar) অক্ষয় কুমারও ব্যস্ত নতুন সিনেমা বচ্চন পান্ডের শ্যুটিং নিয়ে৷ 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে (CAA) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর (Police) পুলিসের লাঠিচার্জের ঘটনায় অক্ষয়কে আক্রমণ করতে শুরু করেছেন নেটিজেনরা৷ জামিয়ার পড়ুয়াদের নিয়ে তৈরি ব্যাঙ্গাত্মক ভিডিয়োতে কেন লাইক করেছেন অক্ষয় কুমার, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ যদিও ইন্টারনেটে ঘোরাফেরা করার সময় আচমকাই ওই ভিডিয়োতে লাইক পড়ে যায়৷ যদিও আক্কি যে দাবি-ই করুন না কেন, তাঁর বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন অনেকেই৷ 

আরও পড়ুন : জামিয়ায় পুলিসের লাঠিচার্জ নিয়ে চুপ কেন? অমিতাভ, শাহরুখ, সলমন, অক্ষয়দের 'বয়কটের' ডাক

পাশাপাশি জামিয়ার পড়ুয়াদের (JamiaProtests)উপর পুলিসের লাঠিচার্জের বিষয়ে (Bollywood) বলিউড সেলেবরা কেন চুপ করে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷  ফলে অক্ষয় কুমারের সঙ্গে এ বিষয়ে অমিতাব বচ্চন, সলমন খান, শাহরুখ খান, আমির খান-রাও বাদ পড়েননি৷  অনেকে আবার বলিউড সেলেবদের বয়কটের ডাক দিয়েও ট্য়ুইটারে একাধির পোস্ট শেয়ার করতে শুরু করেন৷  যদিও এ বিষয়ে সেলেবরা এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি৷ 
প্রসঙ্গত তপসি পান্নু, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর-রা জামিয়ার ঘটনা নিয়ে সরব হন এবং (Delhi Police) দিল্লি পুলিসের ভূমিকার জোর সমালোচনা করেন৷ 

.