মাইকেল জ্যাকসনকে ছাপিয়ে গিনিস বুকে অক্ষয় কুমারের সিনেমা 'বস'

মুক্তির আগেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে ফেলল অক্ষয় কুমারের সিনেমা `বস`। বিশ্বের সবচেয়ে বড় পোস্টার হিসাবে অক্ষয় কুমারের `বস`সিনেমাটি ঢুকে পড়ল।

Updated By: Oct 11, 2013, 11:27 AM IST

মুক্তির আগেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে ফেলল অক্ষয় কুমারের সিনেমা `বস`। বিশ্বের সবচেয়ে বড় পোস্টার হিসাবে অক্ষয় কুমারের `বস`সিনেমাটি ঢুকে পড়ল গিনিস বুকে।
অক্ষয়ের ফ্যান ক্লাবের সদস্যরা বস সিনেমার পোস্টার বানান ৫৮.৮৭ মিটার দৈর্ঘ্যের। গত ৩ অক্টোবর গ্রেট ব্রিটেন এই পোস্টারের উদ্বোধন করা হয়। সেই বিষয়েই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাদের ওয়েবসাইটে জানিয়ে দিল বলিউড সিনেমা বস-এর এই পোস্টারটাই বিশ্বের সবচেয়ে বড়। এতদিন সবচেয়ে বড় পোস্টার ছিল মাইকেল জ্যাকসনের `দিস ইজ ইট`-এর। এমজে (MJ)-র সেই দীর্ঘতম পোস্টারের দৈর্ঘ্য ছিল ৫৪.৯৩ মিটার। কিন্তু আক্কির ভক্তরা তাঁকে রেকর্ডের বাদশা বানিয়ে দিলেন। চার মাস ধরে মাথার ঘাম পায়ে ফেলে বানানো হয়েছে।
অক্ষয় বললেন, "এটা তাঁর কাছে গর্বের ব্যাপার। সকলকে ধন্যবাদ।"
আগামী শুক্রবার, ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের`বস`। অ্যাকশন কমেডি এই সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আছেন মিঠুন চক্রবর্তী, ড্যানি, আদিতি রাও হায়াদারি। গিনিস বুকে ওটার পর এখন দেখার বস বক্স অফিসের বস হতে পারে কি না। চেন্নাই এক্সপ্রেসের মহাসাফল্যে কাটা পড়েছিল অক্ষয়ের আগের সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই-দোবারা। এ বার দেখার অক্ষয়ের প্রত্যাবর্তনটা কেমন হয়।

.