প্রথম দিনেই ১০০ কোটি টপকাল 'বাহুবলী ২'!

বাহুবলী জ্বরে কাবু গোটা দেশ। গতকাল মুক্তি পেয়েছে এস এস রাজমৌলি পরিচালিত 'বাহুবলী ২, দ্যা কনক্লুশন'। "কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল?" সবার আগে জানতে হবে এই উত্তর। ছবি মুক্তির আগেই অনলাইনে সব টিকিট শেষ। 'বুক মাই শো'-র রিপোর্ট বলছে, অনলাইনে অগ্রিম টিকিট বিক্রিতে আমির খানের 'দঙ্গল', সলমনের 'সুলতান'কে ১০-এ ১০ গোল দিয়েছে 'বাহুবলী ২'। টিকিট বিক্রি হয়েছে ১০ লাখের উপর।

Updated By: Apr 30, 2017, 11:25 AM IST
প্রথম দিনেই ১০০ কোটি টপকাল 'বাহুবলী ২'!

ওয়েব ডেস্ক : বাহুবলী জ্বরে কাবু গোটা দেশ। গতকাল মুক্তি পেয়েছে এস এস রাজমৌলি পরিচালিত 'বাহুবলী ২, দ্যা কনক্লুশন'। "কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল?" সবার আগে জানতে হবে এই উত্তর। ছবি মুক্তির আগেই অনলাইনে সব টিকিট শেষ। 'বুক মাই শো'-র রিপোর্ট বলছে, অনলাইনে অগ্রিম টিকিট বিক্রিতে আমির খানের 'দঙ্গল, 'সলমনের 'সুলতান'কে ১০-এ ১০ গোল দিয়েছে 'বাহুবলী ২'। টিকিট বিক্রি হয়েছে ১০ লাখের উপর।

হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম- ৪টি ভাষায় ছবি মু্ক্তি। সারা ভারতে সাড়ে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে 'বাহুবলী ২'। অন্যদিকে দেশের বাইরেও ১০০০টি হলে মুক্তি পেয়েছে বাহুবলী ধামাকা। যার মধ্যে ৯০০টি স্ক্রিনই মার্কিন মুলুকের।  দিনের শেষে গতকালই 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সনের আয় ৪১ কোটি। আর সব ভাষা মিলিয়ে প্রথম দিনেই ১০০ কোটি পেরিয়ে গেছে 'বাহুবলী ২'-এর বক্স অফিস কালেকশন। মোট আয় ১২১ কোটি।

'বাহুবলী ১' সারা বিশ্বে প্রায় ৬০০ কোটির ব্যবসা করেছিল। এই পরিসংখ্যানকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করা, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

.