ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেওয়া হল বনসালীর 'পদ্মাবতী'র শ্যুটিং সেটে

ফের হামলা 'পদ্মাবতী'র সেটে। রাজস্থানের পর এবার মহারাষ্ট্রে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।

Updated By: Mar 15, 2017, 01:49 PM IST
ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেওয়া হল বনসালীর 'পদ্মাবতী'র শ্যুটিং সেটে

ওয়েব ডেস্ক : ফের হামলা 'পদ্মাবতী'র সেটে। রাজস্থানের পর এবার মহারাষ্ট্রে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।

মহারাষ্ট্রের কোলাপুর জেলায় পানহালা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ছবির মত সুন্দর এলাকা মাসাইপাথার। সেখানেই প্রায় ৫০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল বিশাল আউটডোর সেট। গতকাল রাত ১টা নাগাদ একদল অজ্ঞাতপরিচয় হামলা চালায় সেই সেটে। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় পুরো আউটডোর সেট-ই পুড়ে ছাই।

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় নিকটবর্তী পানহালা ও অন্যান্য থানা থেকে বিশাল পুলিস বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

ইতিহাস বিকৃত করা হচ্ছে। এই অভিযোগে, জানুয়ারির ২৭ তারিখে জয়পুরে আক্রান্ত হন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। ছবির সেটে হামলা চালায় করণী সেনা। ভাঙচুরের পাশাপাশি চড়ও মারা হয় বনসালীকে।

এই বছর নভেম্বরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা 'পদ্মাবতী'র।

.