'পদ্মাবতী'র মুক্তি আটকাতে এবার রক্ত দিয়ে লেখা হল চিঠি

ছবি মুক্তি আটকাতে ১০০০ জন নিজেদের রক্ত দিয়ে চিঠিতে সই করেন বলে দাবি

Updated By: Nov 16, 2017, 06:11 PM IST
'পদ্মাবতী'র মুক্তি আটকাতে এবার রক্ত দিয়ে লেখা হল চিঠি

নিজস্ব প্রতিবেদন : সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবতী'র মুক্তি আটকাতে এবার 'রক্ত চিঠি' লিখলেন ১,০০০ জন। কোনও ভাবেই যাতে ছবিটি মুক্তি না পায়, সেই দাবিতে সেন্সর বোর্ডকে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিল সর্ব ব্রাহ্মণ মহাসভা। তাদের দাবি, ছবি মুক্তি আটকাতে ১,০০০ জন সদস্য নিজের রক্ত দিয়ে চিঠিতে সই করেছেন।

বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে রাজ মন্দির প্রেক্ষাগৃহের বাইরে জমায়েত করে সর্ব ব্রাহ্মণ মহাসভা। 'পদ্মাবতী'তে ইতিহাস বিকৃত করা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে তারা। কোনও ভাবে ইতিহাসের বিকৃতি বরদাস্ত করা হবে না বলে জানায় ব্রাহ্মণ মহাসভার বিক্ষোভরত সদস্যরা। এরপরই সেন্সর বোর্ডের উদ্দেশে ব্রাহ্মণ মহাসভার হুঁশিয়ারি, এই 'রক্তচিঠি'।

প্রসঙ্গত, 'পদ্মাবতী'র মুক্তি আটকাতে আজ ফের নতুন করে হুমকি দিয়েছে করণি সেনা। ছবি মুক্তি পেলে সুর্পনখার মতো দীপিকারও নাক কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দীপিকাকে 'নাচনেওয়ালি' বলেও কটাক্ষ করা হয়েছে। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'পদ্মাবতী'। ছবি মু্ক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বিক্ষোভের সুর চড়াচ্ছে করণি সেনা।

আরও পড়ুন, দীপিকার নাক কাটার হুমকি করণি সেনার, 'পদ্মাবতী' নিয়ে কেন্দ্রকে চিঠি যোগী সরকারের

.