বৌকে নজরে রাখতে গোয়েন্দা লাগালেন নওয়াজ
এবার ফের একবার কাঠগড়ায় দাঁড়লেন নওয়াজ। নিজের স্ত্রীর পিছনেই গোয়েন্দা লাগানোর অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজকে ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিস।
![বৌকে নজরে রাখতে গোয়েন্দা লাগালেন নওয়াজ বৌকে নজরে রাখতে গোয়েন্দা লাগালেন নওয়াজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/10/112329-nawaj-ditective.jpg)
নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগে নিজের আত্মজীবনী নিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদেরকে জড়িয়ে মিথ্যে সাজানো গোছানো ঘটনা ছাপার জন্য নওয়াজের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাঁর প্রাক্তন বান্ধবীরা। এবার ফের একবার কাঠগড়ায় দাঁড়লেন নওয়াজ। নিজের স্ত্রীর পিছনেই গোয়েন্দা লাগানোর অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নওয়াজকে ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিস।
সম্প্রতি, বেআইনিভাবে বেশকিছুজনের কললিস্ট খতিয়ে দেখার অপরাধে ১১জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস। তাঁদেরকে জিজ্ঞাবাস করে উঠে আসে আইনজীবী রিজওান সিদ্দিকি, প্রাইভেড ডিটেকটিভ প্রশান্ত কালেকর ও মহিলা গোয়েন্দা রজনি পণ্ডিতের নাম। তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম। 'ইন্ডিয়া টুডে' রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় নওয়াজও তাঁর স্ত্রীর উপর নজরদারি চালাতে গোয়েন্দা লাগিয়েছিলেন। মোট ৩জনকে নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর স্ত্রীর উপর নজরদারি চালানোর জন্য নিয়োগ করেছিলেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয় মুম্বই পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, শুধু নওয়াজই নন, এক্ষেত্রে বলিউডের একাধিক সেলিব্রিটি ও ব্যবসায়ীর নামও উঠে এসেছে। তবে এবিষয়ে তাঁরা তদন্ত করছেন বলে জানিয়েছন ওই পুলিস আধিকারিক।