শ্রীদেবীর অন্তিম ক্রিয়া, হরিদ্বারে বনি কাপুর
শ্রীদেবীর মৃত্যুর পর অন্তিম ক্রিয়াকলাপ পালন করতে হরিদ্বারে গিয়েছেন। ভাই অনিল কাপুরকে নিয়ে হরিদ্বারে গিয়ে সেখানেই যাবতীয় নিয়মকানুন মেনে মন্ত্র উচ্চারণ করেছেন বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুর ১৩ দিনের মাথায় হরিদ্বারে গেলেন বনি। শোনা যাচ্ছে, ১৬ দিনের কাজ করতে চেন্নাই যাবে কাপুর পরিবার।
নিজস্ব প্রতিবেদন : শ্রীদেবীর মৃত্যুর পর অন্তিম ক্রিয়াকলাপ পালন করতে হরিদ্বারে গিয়েছেন। ভাই অনিল কাপুরকে নিয়ে হরিদ্বারে গিয়ে সেখানেই যাবতীয় নিয়মকানুন মেনে মন্ত্র উচ্চারণ করেছেন বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুর ১৩ দিনের মাথায় হরিদ্বারে গেলেন বনি। শোনা যাচ্ছে, ১৬ দিনের কাজ করতে চেন্নাই যাবে কাপুর পরিবার।
আরও পড়ুন : দ্বিতীয় বিয়েও ভাঙছে এই সুপারস্টারের
বৃহস্পতিবার হরিদ্বারের ভিআইপি গেটে গিয়ে শ্রীদেবীর অন্তিম ক্রিয়াকলাপ শেষ করেন বনি কাপুর। তাঁর সঙ্গে ছিলেন অনিল কাপুর এবং মনিষ মালহোত্রা। এরপর হরিদ্বারেই শ্রীদেবীর অস্থি বিসর্জন দেওয়া হয়। এরপর ১৬ দিনের মাথায় চেন্নাই গিয়ে করা হবে প্রার্থনা সভা। শ্রীদেবীর বাড়ি চেন্নাইতে হওয়ায় সেখানেই প্রার্থনা সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন কাপুররা।
Uttarakhand: 'Asthi Visarjan' of #Sridevi was performed by Boney Kapoor, Anil Kapoor, Manish Malhotra, Amar Singh and other family members at the VIP ghat in Haridwar. pic.twitter.com/s5pkRIviZ3
— ANI (@ANI) March 8, 2018
আরও পড়ুন : পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আরশি খানের
এদিকে শ্রীদেবীর গরহাজিরায় একুশের জন্মদিনে যেন একেবারে মলিন ছিলেন ছিলেন জাহ্নবী কাপুর। শ্রীদেবীর গরহাজিরায় জাহ্নবীকে সঙ্গ দেন তাঁর ভাইবোনেরাই।