মন্দিরে আরতির সময় চুম্বন, লভ জিহাদ প্রচারের অভিযোগে #BoycottNetflix-এর ডাক

 'লভ জিহাদ'কে পশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে মীরা নায়ারের ওয়েব সিরিজ 'অ্যা সুইটেবল বয়'-এর বিরুদ্ধে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 22, 2020, 04:37 PM IST
মন্দিরে আরতির সময় চুম্বন, লভ জিহাদ প্রচারের অভিযোগে #BoycottNetflix-এর ডাক

 নিজস্ব প্রতিবেদন : 'লভ জিহাদ'-এর অভিযোগে এবার বয়কট নেটফ্লিক্সের ডাক উঠল নেট দুনিয়ায়। এর আগে 'লভ জিহাদ'-এর অভিযোগে বিতর্কে জড়িয়েছিল 'তানিশক'-এর বিজ্ঞাপন, 'বিগ বস ১৪'-শো। এবার একইভাবে 'লভ জিহাদ'কে পশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে মীরা নায়ারের ওয়েব সিরিজ 'অ্যা সুইটেবল বয়'-এর বিরুদ্ধে। এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে। 

কেন এমন অভিযোগ?

ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা গিয়েছে মন্দির চত্ত্বরে এক হিন্দু যুবতীকে চুম্বন করছে এক মুসলিম যুবক। যে দৃশ্যটি শ্রীরামের আরতির সময় দেখানো হয়েছে। আর এতেই চটেছেন নেটিজেনদের একাংশ। নেটদুনিয়ায় #BoycottNetflix ট্রেন্ড করতে শুরু করে। ইতিমধ্যেই বিজেপি নেতা গৌরব তিওয়ারি মধ্যপ্রদেশের রেভাতে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন-এজাজ-পবিত্রর চুম্বন ঘিরে আপত্তি, বিগ বস ১৪ এর বিরুদ্ধে লভ জিহাদের অভিযোগ কারণি সেনার

'অ্যা সুইটেবল বয়' ওয়েবসিরিজটি ১৯৯৩ সালে বিক্রম শেঠের লেখা একটি  উপন্যাস অবলম্বনে নির্মিত। যেটা ১৯৫১ সালের ভারতের পটভূমির উপর লেখা হয়েছিল। গল্পে এক সাহিত্যের ছাত্রী লতার জীবনের গল্প উঠে এসেছে। যেখানে লতা তাঁর পরিবারের প্রতি কর্তব্য ও রোম্যান্সের প্রতিশ্রুতি পালন, দুইয়ের মধ্যে দোলাচলে পড়ে যায় দেখা যায়, তিন যুবক লতার মন জিতে নেওয়ার চেষ্টা করে। যদিও লতার মা চায়, সে তাঁর স্বামীকেই বেছে নিক।

আরও পড়ুন-ধর্মের টানে বিনোদন দুনিয়া ছেড়েছেন, এবার গুজরাতের মৌলানাকে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সানা খান

'অ্যা সুইটেবল বয়' ওয়েব সিরিজে অভিনয় করেছে, তব্বু, ঈশান খট্টর, তানয়া মানিকটলা।

.