সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সম্পর্কে অবনতি, কী বললেন চারু আসোপা?

বিয়ের ১ বছরের মধ্যেই সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলে শোনা গিয়েছিল। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 12, 2020, 05:51 PM IST
সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সম্পর্কে অবনতি, কী বললেন চারু আসোপা?

নিজস্ব প্রতিবেদন : TV শো 'আকবার কা বাল বীরবল'-এর হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী চারু আসোপা। এদিকে, সম্প্রতিক কালে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বারবার 'পেজ থ্রি'-র শিরোনামে উঠে এসেছে। বিয়ের ১ বছরের মধ্যেই সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলে শোনা গিয়েছিল। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী চারু আসোপা। 

সাক্ষাৎকারে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেছেন চারু আসোপা। তাঁর কথায়, ''আজকাল লোক মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন যেটাকে আমি ইতিবাচক ভাবেই গ্রহণ করেছি। আগে মানসিক স্বাস্থ্য় নিয়ে কথা বললে, লোকজন প্রশ্ন করতো, আমি কি পাগল? মানুষের চিন্তাভাবনা বদলেছে এটা ভালো লাগছে। যদি সামন্য শরীর খারাপেই আমর চিকৎসকের কাছে যেতে পারি, তাহলে মন খারাপ হলে কেন নয়! কেউ যদি বেশি রেগে যায়, সেটাও তো একটা মানসিক সমস্যা। এটা তো বুঝতে হবে।''

আরও পড়ুন-সুশান্তের বাবাকে নিয়ে কুৎসা, শিবসেনা নেতাকে আইনি নোটিস পাঠালো অভিনেতার পরিবার

চারু আসোপা আরও বলেন, ''এই খারাপ সময়ে আমাকেও অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেছেন, চারু ঠিক আছো তো? অনেকই আতঙ্কে ছিলেন, আমি কোনও ভুল পদক্ষেপ গ্রহণ করবো নাতো? তবে না আমি ঠিক আছি। তবে এটা ভেবে ভালো লাগছে, আমার কথা অনেকেই ভেবেছেন। মানুষ সচেতন হয়েছে এখন।''

রাজীব সেনের সঙ্গে বিয়ের পর সম্পর্কে অবনতি প্রসঙ্গে চারু আসোপা বলেন, ''এ মুহূর্তে রাজীব দিল্লিতে, আমার আমি এখানে মুম্বইতে। আমি নিজেও জানি না। ঈশ্বরের কাছে প্রশ্ন করছি বারবার কী হতে চলেছে আমার জীবনে! সবকিছুই ঈশ্বরের উপর নির্ভর করছে এবার।''

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুর আগে ও পরে 'AU'-কে ৪৪ বার ফোন রিয়ার, কে এই 'AU'?

প্রসঙ্গত, সম্প্রতি সুস্মিতা সেনের ভাই তথা মডেল রাজীব সেনের সঙ্গে চারু আসোপার বিবাহিত সম্পর্কের অবনতির কথা শোনা গিয়েছিল। এবিষয়ে রাজীব সেন বেশকিছুদিন আগে মন্তব্য করেছিলেন, ''চারুকে কেউ ভুল বোঝাচ্ছে। চারুর বন্ধুর অভাব নেই, ওকে ভুল বুঝিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তবে এটা কে তা জানতে পারলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও জানান।''

এদিকে সম্প্রতি রাজীব সেন চারু আসোপার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার ছবিও শেয়ার করেন। তবে অন্যদিকে চারুর দাবি ছিল, ''এবিষয়ে আমাকে কেউ ভুল বোঝাচ্ছেন না। আমি যথেষ্ঠ বড়, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আর ওর যদি এমনটাই মনে হতে তাহলে বিবাহবার্ষিকীর কেন এই কঠিন সময়ে আমাকে ছেড়ে দিল্লি চলে যাবে? তাও আবার প্রথম বিবাহবার্ষিকীর কয়েকদিন আগে?''

আরও পড়ুন-বাড়িতে জন্মাষ্টমীর পুজো করলেন মিমি চক্রবর্তী

.