ফের করোনার থাবা বলিউডে, কোভিড ১৯-এ আক্রান্ত অভিনেত্রী জোয়া মোরানি

 বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির দুই মেয়েই আপাতত করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে। 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 7, 2020, 01:33 PM IST
ফের করোনার থাবা বলিউডে, কোভিড ১৯-এ আক্রান্ত অভিনেত্রী জোয়া মোরানি

নিজস্ব প্রতিবেদন : ​কোভিড ১৯-এ আক্রান্ত হলেন অভিনেত্রী জোয়া মোরানি। বোন সাজা মোরানির পর এবার করোনায় আক্রান্ত হলেন জোয়া মোরানি। বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির দুই মেয়েই আপাতত করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে। 

আরও পড়ুন  : শরীরে করোনার উপসর্গ! কোভিড ১৯-এ আক্রান্ত সন্দেহে অভিনেত্রী জোয়া ভর্তি হাসপাতালে

রিপোর্টে প্রকাশ, সাজা মোরানি কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর অপেক্ষা করা হচ্ছিল জোয়া মোরানির দ্বিতীয় রিপোর্টের জন্য।  মঙ্গলবার জানা যায়, শাহরুখ খানের সিনেমা অলওয়েজ কভি কভির অভিনেত্রী জোয়াও এবার কোভিড ১৯-এ আক্রান্ত। 

আরও পড়ুন  : সকালে প্রাণায়াম, রাতে তারা গোনা; কোয়ারেন্টাইন জীবনে কী করছেন জিতু-নবনিতা

সম্প্রতি জয়পুর থেকে শ্যুটিং সেরে মুম্বইতে ফেরেন জোয়া।  জয়পুর থেকে ফেরার পরই তাঁর সর্দি, কাশি দেখা যায়।  এরপরই চিকিতসকের কাছে গিয়ে করোনা পরীক্ষা করান জোয়া।  কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে। 

অন্যদিকে জোয়ার বোন সাজা মোরানি সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ফেরেন।  শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ দেখা না দিলেও, পরীক্ষার পর তাঁর রিপোর্ট আসে পজিটিভ।  সাজা আপাতত ভর্তি নানাবতী হাসপাতালে।  অন্যদিকে জোয়াকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে।  

.