ইন্টারনেটে ভাইরাল বন্ধুর সঙ্গে দীপিকা পাডুকোনের ছোটবেলার ছবি

‘পদ্মাবতী’ প্রসঙ্গ ছাড়াও ইন্টারনেটে ভাইরাল হলেন বলিউডের ডিপ্পি ডার্লিং।

Updated By: Nov 25, 2017, 05:34 PM IST
ইন্টারনেটে ভাইরাল বন্ধুর সঙ্গে দীপিকা পাডুকোনের ছোটবেলার ছবি

নিজস্ব প্রতিবেদন: বলিউডে কেরিয়ার শুরুর সময় থেকেই সবসময় আলোচনার শীর্ষে থেকেছেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে অভিষেক হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। একের পর এক হিট ছবি তাঁকে ক্রমশ কেরিয়ারে সাফল্যে শীর্ষে পৌঁছে দিয়েছে। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘পদ্মাবতী’ নিয়ে আলোচনা-বিতর্ক তুঙ্গে। এরই সঙ্গে তিনিও আলোচনার তুঙ্গে রয়েছেন। তবে, ‘পদ্মাবতী’ প্রসঙ্গ ছাড়াও ইন্টারনেটে ভাইরাল হলেন বলিউডের ডিপ্পি ডার্লিং।

 

 

then,now & forever... @aditya__narayan @divya4488

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

আরও পড়ুন : ফের মা হওয়ার কথা ভাবছেন রানি মুখার্জি? জানালেন আসল সত্যিটা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোটবেলার ছবি পোস্ট করেছেন দীপিকা পাডুকোন। আর ছোটবেলার বন্ধু আদিত্য নারায়নের সঙ্গে তাঁর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

 

forever friends...@aditya__narayan

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বলিউড ডিভা অনুষ্কা শর্মা এবং ধোনি পত্নী সাক্ষীর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল। ছবি দেখে এমনও গুঞ্জন উঠেছে যে, বিরাট কোহলির প্রেমিকা এবং মহেন্দ্র সিং ধোনির স্ত্রী ছোটবেলার একে অপরের বন্ধু ছিলেন।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেতা

.