শ্বাস নিতে সমস্যা, হাসপাতালে ভর্তি হলেন Dilip Kumar

  অভিনেতার চিকিৎসায় তৈরি হল মেডিক্যাল বোর্ড

Updated By: Jun 6, 2021, 01:25 PM IST
শ্বাস নিতে সমস্যা, হাসপাতালে ভর্তি হলেন Dilip Kumar

নিজস্ব প্রতিবেদন: ফের হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার। রবিবার সকালে তাঁকে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানান, গত  কয়েকদিন ধরে দিলীপ কুমারের শ্বাস নিয়ে সমস্যা হচ্ছিল। 

হাসপাতাল সূত্রে খবর, ৯৮ বছর বয়সী অভিনেতার চিকিৎসা করছেন ডাক্তার নীতিন গোখলে এবং ডাক্তার জালিল পার্কা। তাঁকে নন-কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় সকলকে ভগবানের কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন সায়রা বানু। গত মে মাসেও রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। গত বছর প্রয়াত হন দিলীপ কুমারের দুই ভাই আসলাম খান ও এহশান খান।

আরও পড়ুন: ধর্ষণের ঘটনায় Pearl V Puri-র বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, Ekta-র দাবি নসাৎ DCP-র

আরও পড়ুন: Sonu Sood : পরবর্তী প্রধানমন্ত্রী সোনু সুদ! উত্তরে কী বললেন অভিনেতা?

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.