মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে জানেন কি বললেন আরবাজ?
ওয়েব ডেস্ক: বলিউডের রিয়েল লাইফ জুটিদের মধ্যে যাঁদের নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়, তাঁদের মধ্যে অন্যতম আরবাজ খান এবং মালাইকা অরোরার জুটি। একেবারে রুপোলি পর্দার মতো সম্পর্ক ছিল। স্টাইল, গ্ল্যামার, প্রেম সবই ছিল সিনেমার মতো। তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও চর্চা হত প্রচুর। আর তাই যখন তাঁদের ডিভোর্সের কথা শোনা গিয়েছিল, অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি। ভেবেছিলেন গুজব। কিন্তু সবাইকে চমকে দিয়ে দুজনেই জানিয়েছিলেন যে, সত্যিই তাঁদের ডিভোর্স হয়েছে। সম্প্রতি মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে আরবাজ খানকে জিজ্ঞাসা করায়, তিনি কি বললেন জানেন?
সূত্রের খবর, এক ইংরেজি দৈনিকের পক্ষ থেকে আরবাজ খানকে প্রশ্ন করা হয়েছিল যে, মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স তাঁদের সন্তানের উপর কতটা প্রভাব ফেলেছে? উত্তরে আরবাজ বলেন, ’জীবনটাকে আমি অন্য কারও নয়, নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। ১৪ বছরের একটি ছেলে আছে আমার। দুর্ভাগ্যবশত সে তার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে ফেলেছে। সে, যে কারণেই হোক না কেন। তাই এখন ওর সবথেকে বেশি যেটা জরুরি, সেটা হল সঠিক পথপ্রদর্শন। যেটা আমরা দু'জনেই করছি। মালাইকার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওর, ওর পরিবারের সঙ্গে আমরা সময় কাটাই। ছেলের জন্য আমরা যা যা প্রয়োজন, সব করছি।’
কিছুদিন আগে একটি সাক্ষাত্কারে মালাইকা অরোরাও এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আরবাজ আমার পরিবারেরই অঙ্গ। আমার সন্তানের বাবা। কোনও সমীকরণ রাতারাতি বদলে যায় না। আমাদের মধ্যে যা হয়েছে, তা একেবারেই ব্যক্তিগত। আমাদের কারও কাছে কিছু প্রমাণ করার নেই। ওর সঙ্গে সময় কাটালে ছেলে ভালো থাকে। আর তার ফলে আমিও খুশিতে থাকি। এর বাইরে আর কিছুই নয়।’