'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বললেন রতন কাহার
টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারিনি, বলতে বলতেই কথা থেমে যায়, শোনা গেল শ্রাবণী কাহারের ফুঁপিয়ে কান্নার শব্দ।'
রণিতা গোস্বামী : রতন কাহারকে আর্থিক সাহায্য করতে চাই, ওনার পাশে দাঁড়াতে চাই। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়োতে এমনই ইচ্ছা প্রকাশ করেন গায়ক বাদশা। তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে Zee ২৪ ঘণ্টা ডট কমের কাছে নিজের মতামত জানালেন লোকশিল্পী রতন কাহার।
বাদশা যে ভিডিয়ো বার্তায় রতন কাহারকে সাহায্যের কথা বলেছেন, সেকথাই Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে রতন কাহারকে জানানো হয়। বাদশা আর্থিক সাহায্য করলে তিনি কি সেই সাহায্য নিতে চাইবেন? এই প্রশ্নের উত্তরে শিল্পী রতন কাহার জানান, ''হ্যাঁ আমি অভাবী মানুষ, উনি যদি সত্যিই আমাকে আর্থিক সাহায্য করেন, তাহলে আমার সংসারটা বাঁচে। তবে বাদশা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাহলে খুব ভালো হয়।''
আরও পড়ুন-বড়লোকের বিটি লো'র মতো গান যিনি সৃষ্টি করতে পারেন, তিনি মহান শিল্পী : বাদশা
রতন কাহার ছাড়াও এই একই বিষয়ে রতন বাবুর ছেলে শিবনাথ কাহারের সঙ্গেও কথা হয়। তিনি আমাদের জানান, ''বাদশার ভিডিয়োটা আমরা গতকাল দেখেছি। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, তাই প্রথমে সাহায্য নেব না বলেছিলাম, তবে পরে ভাবলাম সাহয্য নেব। তবে বাদশা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো হত। কারণ উনি তো আর সরাসরি বলেননি, ভিডিয়োতে শুনেছি। বাবার গান করে অনেকেই বিখ্যাত হয়েছেন। বাবা কিছুই করে উঠতে পারেননি। আর্থিক সাহায্য পেলে ভালোই হয়। ''
ভিডিয়ো বর্তায় রতন কাহারের মেয়ের পড়াশোনার জন্য সাহায্যের কথা বলেছেন বাদশা। সেই প্রসঙ্গে রতনবাবুর মেয়ে শ্রাবণী কাহারের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, ''আমার বয়স ২৫। এখন আর কী পড়াশোনা করবো? উনি (বাদশা) সাহায্য করবো বলেছেন, এটা জেনে খুব ভালো লাগছে। তবে টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারিনি, সেটা ঠিক। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছি। আমার দাদারাও তাই। (বলতে বলতেই কথা থেমে যায়, শোনা গেল ফুঁপিয়ে কান্নার শব্দ)।''
প্রসঙ্গত, ৩১ মার্চ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে শিল্পী রতন কাহারকে সাহায্যের কথা বলেন গায়ক বাদশা। সেই বার্তা যেন রতনবাবুর কাছে তাঁর শুভাকাঙ্খীরা পৌঁছে দেন সেকথাও বলেন তিনি।