চাচি ৪২০-এর এই ছোট্ট তারকা বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

 তাব্বু-কমল হাসান জুটির পাশাপাশি ছবিতে সেই শিশু শিল্পীটিও বেশ নজর কেড়েছিল।

Updated By: Mar 20, 2019, 08:29 PM IST
চাচি ৪২০-এর এই ছোট্ট তারকা বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন:  চাচি ৪২০-এ তাব্বুর সেই ছোট্ট মেয়ে 'ভারতী'-কে মনে পড়ে? ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সেসময় বেশ হিট করেছিল। সেই ছবিটি তাব্বু-কমল হাসান জুটির পাশাপাশি ছবিতে সেই শিশু শিল্পীটিও বেশ নজর কেড়েছিল।

ছবি: চাচি ৪২০এ ছোট্ট ভারতী

আরও পড়ুন-এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সম্পর্ক ভাঙল হারলিন ভিকি কৌশলের!

চাচি ৪২০ ছবির এই ছোট্ট তারকাও বর্তমানে বলিউডের এক জনপ্রিয় নায়িকা। ইনি আসলে কে জানেন? 'দঙ্গল গার্ল' ফতিমা সানা শেখ। বর্তমানে সেই ছোট্ট ফতিমা ওরফে ভারতীর বয়স ২৭। মঙ্গলবারই নিজের ছেলেবেলার সেই পুরনো ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন ফতিমা।

আরও পড়ুন-সমকামীতা নিয়ে মুখ খুললেন করণ জোহর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

১৯৯৩ সলে হলিউড ফিল্ম 'মিসেস ডাউট ফায়ার'-এর রিমেক হল 'চাচি-৪২০' ছবিটি। 'মিসেস ডাউট ফায়ার' ছবির তারকা ছিলেন রবিন উইলিয়ামস। তবে শুধু চাচি ৪২০-ই নয়। ছেলেবেলায় ''লেডিস স্পেশাল'', ''আগলে জনম বিটিয়া কি জো''-র মতো ধারাবাহিকেও দেখা যায় ফতিমা সানা শেখ। পাশাপাশি 'বিট্টু বস', 'আকাশবাণী'-র মতোও ছবিতে দেখা যায় ফতিমাকে। 

আরও পড়ুন-কালো পোশাকে 'হট' প্রিয়াঙ্কা, ছাপিয়ে গেলেন হলি তারকাদেরও

.