সত্যিই কি বিয়ে করছেন প্রভাস-অনুষ্কা?

Updated By: Nov 7, 2017, 10:56 AM IST
সত্যিই কি বিয়ে করছেন প্রভাস-অনুষ্কা?

সংবাদ সংস্থা : বাহুবলী টু-এর নায়িকা তিনি। এস এস রাজামৌলির ওই সিনেমায় প্রভাসের বিপরীতে দাপটে অভিনয় করেছেন অনুষ্কা শেঠি। আজ সেই বাহুবলীর দেবসেনা অর্থাত দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেঠির জন্মদিন। ৩৫ পেরিয়ে বয়স ৩৬-এ এসে পৌঁছলেও অনুষ্কা শেঠি কিন্তু ভক্তদের হৃদয়ে রীতিমত ‘রাজ’ করছেন। দক্ষিণী অভিনেত্রীর জন্মদিনে এবার প্রকাশ্যে এল তাঁর ভক্তদের মনের সুপ্ত ইচ্ছা।

আরও পড়ুন : রাই-এর এমন রূপ দেখেছেন! ১০০০ শিশুকে খাবার যোগাচ্ছেন ঐশ্বর্য

জন্মদিনে অনুষ্কার টুইটার হ্যান্ডেল যেমন শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে, তেমনি সেখানে উঠে এসেছে তাঁদের আর এক ইচ্ছার কথা। অনুষ্কার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। রিল নয়, প্রভাস এবং অনুষ্কা যেন রিয়েল লাইফে এবার গাঁটছড়া বাঁধেন, এমনই দাবি করছেন দক্ষিণী নায়িকার ভক্তরা।

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অনুষ্কা। মুখ খোলেননি প্রভাসও। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্কা শেঠির পরবর্তী সিনেমা ‘বাগমতি’-র ফার্স্ট লুক।

.