এশিয়ার 'সেক্সিয়েস্ট ওমেন' হিনা খান, টেলি তারকা পিছনে ফেলে দিলেন ক্যাটরিনাকে

এই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছেন দীপিকা পাডুকন 

Updated By: Dec 12, 2019, 06:27 PM IST
এশিয়ার 'সেক্সিয়েস্ট ওমেন' হিনা খান, টেলি তারকা পিছনে ফেলে দিলেন ক্যাটরিনাকে

নিজস্ব প্রতিবেদন: দীপিকা পাডুকন এবং আলিয়া ভাটের সঙ্গে এক সারিতে জায়গা করে নিলেন (Hina Khan) হিনা খান৷ এশিয়ার ৫০ জন যৌন আবেদনময়ী (সেক্সিয়েস্ট এশিয়ান ওমেন) মহিলার নামের তালিকায় জায়গা করে নিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান৷

আরও পড়ুন : স্ত্রীর নাম নিয়ে মশকরা করলে দেখা হবে আদালতে, হুমকি রাখির স্বামীর
জানা যাচ্ছ, এশিয়ার সেক্সিয়েস্ট ওমেন ২০১৯-এর তালিকায় এবার সবার প্রথমে রয়েছে (Alia Bhatt) আলিয়া ভাটের নাম৷ (Deepika Padukone) দীপিকা পাডুকন রয়েছেন দ্বিতীয় নম্বরে৷ দীপিকার পরই নিজের জায়গা করে নিয়েছেন হিনা খান৷ ৪ নম্বরে রয়েছেন (Pakistan) পাকিস্তানি অভিনেত্রী (Mahira Khan) মাহিরা খান৷ ৫-এ রয়েছেন টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সুরভি চন্দ৷ ৬ নম্বরে রয়েছে ক্যাটরিনা (Katrina Kaif) কাইফের নাম এবং ৭-এ রয়েছে টেলি তারকা শিবাঙ্গী যোশির নাম৷ 

আরও পড়ুন : শান্তি নেই? সইফকে নিয়ে সমস্যায় পড়েছেন করিনা?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, গত বছর এশিয়ার ৫০ জন সেক্সিয়েস্ট ওমেন-এর তালিকার শীর্ষে ছিল দীপিকা পাডুকনের নাম৷ এবার দীপিকা চলে এসেছেন দ্বিতীয় নম্বরে৷ শীর্ষে জায়গা দখল করেছেন আলিয়া৷
অন্যদিকে সেক্সিয়েস্ট এশিয়ান ওমেন অফ ডিকেড-এর তালিকায় প্রথমেই রয়েছে দীপিকা পাডুকনের নাম৷ দ্বিতীয়তে জায়গা করে নিয়েছেন (Priyanka Chopra) প্রিয়াঙ্কা চোপড়া৷ পাক অভিনেত্রী মাহিরা খান রয়েছেন ৩ নম্বরে৷ ৪-এ রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ৫ নম্বরে রয়েছেন টেলি তারকা দ্রাস্টি ধামির নাম৷

.