ইচ্ছে ডানায় ভর করে ইচ্ছে পুরণ

ইচ্ছে ডানায় ভর করে স্বপ্নপূরণের লক্ষ্যে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা প্রমাণ করেই ছাড়লেন শিবপ্রসাদ মুখার্জী আর নন্দিতা রায়। মা ও ছেলের চিরকালীন টানাপোড়েন নিয়ে খুব চেনা ঘরের গল্পকে এক নিটোল চিত্রনাট্যের মোড়কে বাঙালীকে উপহার দিয়েছেন এই নবীন পরিচালক। অতি সাধারণ গল্প কে নতুন ভাবে উপস্থাপন করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জী । এ রাজ্যে রমরম করে ব্যবসা করতে করতেই আহমেদাবাদ ফিল্ম ফেস্টিভেলে পাড়ি দিচ্ছে `ইচ্ছে`।

Updated By: Sep 29, 2011, 06:59 PM IST

ইচ্ছে ডানায় ভর করে স্বপ্নপূরণের লক্ষ্যে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা প্রমাণ করেই ছাড়লেন শিবপ্রসাদ মুখার্জী আর নন্দিতা রায়। মা ও ছেলের চিরকালীন টানাপোড়েন নিয়ে খুব চেনা ঘরের গল্পকে এক নিটোল চিত্রনাট্যের মোড়কে বাঙালীকে উপহার দিয়েছেন এই নবীন পরিচালক। অতি সাধারণ গল্প কে নতুন ভাবেউপস্থাপন করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জী ।এ রাজ্যে রমরম করে ব্যবসা করতে করতেই আহমেদাবাদ ফিল্ম ফেস্টিভেলে পাড়ি দিচ্ছে `ইচ্ছে`।আর শারদোত্‍‍সবের এই মরসুমেবাঙালী দর্শকরা এবার সপরিবারে নাইট শোয়ে দেখতে পাবেন এই ইচ্ছেপূরণের গল্প। পুজোয় এই উপরি পাওনা তে বেশ উচ্ছ্বসিত পরিচালক শিবপ্রসাদ এবং অভিনেত্রী সোহিনী হালদার।

.