স্বাধীনতার গান, যা জাগিয়ে তুলবে আপনার দেশাত্মবোধকে...

গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭২তম স্বাধীনতা দিবস

Updated By: Aug 15, 2018, 11:42 AM IST
 স্বাধীনতার গান, যা জাগিয়ে তুলবে আপনার দেশাত্মবোধকে...

নিজস্ব প্রতিবেদন : গোটা দেশ জুড়ে চলছে ৭২তম স্বাধীনতা দিবস উজ্জাপন। লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ হোক কিংবা রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান, গোটা দেশ মগ্ন স্বাধীনতা দিবস নিয়ে। ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তির স্বাধীনতা প্রতি বছরের মত এবারও পালন করা হচ্ছে সাড়ম্বরে।

আরও পড়ুন : দেশাত্মবোধের জয়গান, স্বাধীনতা দিবসে এই সিনেমাগুলি দেখুন

তবে ৭২তম স্বাধীনতা দিবসে সীমান্তের জওয়ানদেরও সম্মান দেওয়া হচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতে জওয়ানরা যেভাবে প্রতি মুহূর্তে সজাগ থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, আজ তাঁদের সম্মান জানানোর দিন বলেও উল্লেখ করেন বলিউড সেলিব্রিটিরা। সীমান্তে জওয়ানরা যদি সদা সতর্ক না থাকেন, তাহলে ভারতবাসী যে শান্তি র্ঘুম ঘুমোতে পারবে না, সেই কথাই বার বার উল্লেখ করেন সেলেবরা।

আরও পড়ুন : 'সীমান্তে যাঁরা দিনরাত লড়াই করছেন, তাঁদের স্যালুট জানান', স্বাধীনতা দিবসে আবেগঘন অক্ষয়

স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াঘা সীমান্ত থেকে শুরু করে হিলি, সর্বত্রই বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। স্বাধীনতা দিবসে কী কী গান শুনলে আপনার গর্ব হবে, জাগ্রত হবে দেশ্ত্মবোধ, দেখুন...

শুনুন 'রাজি'-র 'এ ওয়াতান মেরে ওয়াতান'...

 

'পুরব ওর পশ্চিম'-এর হাই প্রীত জাহা কি রিত শুনুন...

 

'কর্মা' থেকে শুনুন 'এ ওয়াতান তেরে লিয়ে'...

 

'এয়ারলিফ্ট' থেকে শুনুন 'তু ভুলা জিসে'...

 

লতা মঙ্গেশকরের 'বন্দে মাতরম' শুনুন...

 

স্বাধীনতা দিবসে শুনুন 'মা তুঝে সালাম'...

 

শুনুন 'রোজা'-র 'ভরত হামকো যান সে প্যারা হ্যায়...

 

শুনুন 'এ মেরে ওয়াতান কি লোগো'...

 

এদিকে স্বাধীনতা দিবসে যখন সেলিব্রিটিরা একের পর এক টুইট করছেন, সেই সময় আজ মুক্তি পেল অক্ষয় কুমারের 'গোল্ড'। স্বাধীন ভারতে প্রথম সোনা এনে দেওয়া কোচ এবং তাঁর দলের সদস্যদের গল্প নিয়েই তৈরি করা হয়েছে অক্ষয় কুমারের সিনেমা।

.