পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যে যে বলিউড তারকারা!

রাহাত ফতেহ আলি খান, আলি জাফর, আতিফ আসলামরা ভারতে এসে আর প্লে ব্যাক করবেন না! বলিউডে আর দেখা যাবে না ফওয়দা খান, মাহিরাদের! উরি হামলার পর থেকেই পাকিস্তানিদের ব্যান করার পক্ষে মত দিয়েছে বলিউডের একাংশ। অনেকে আবার হেঁটেছেন একেবারে উল্টো পথে। সন্ত্রাস রুখতে শিল্পীদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা কখনও কাঙ্ক্ষিত নয়, এমন মত ছিল পরিচালক করণ জহরের। নানা পাটেকর সবার আগে দেশকেই প্রাধান্য দিয়েছেন। এই চাপানউতরের মধ্যে ভারত ছেড়ে দেশে ফিরেছেন ফওয়াদ খান, মাহিরারা। সীমান্তের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের  ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। উরি হামলার পাল্টা প্রত্যাঘাত হিসেবে ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক', পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যান করল বলিউডকে। বলিউডে ব্যান 'পাকিস্তান', পাল্টা পাকিস্তানে ব্যান বলিউড। বলিউডে অভিনয় করতে আসা তারকাদের কথা এখন সবারই জানা। তবে এটা কি জানেন এমন অনেক বলিউড তারকা আছেন যাঁরা পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। উল্লেখ্য, এখন বিজেপি সাংসদ রয়েছেন এমন অভিনেত্রীও অতীতে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

Updated By: Oct 5, 2016, 04:52 PM IST
পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যে যে বলিউড তারকারা!

ওয়েব ডেস্ক: রাহাত ফতেহ আলি খান, আলি জাফর, আতিফ আসলামরা ভারতে এসে আর প্লে ব্যাক করবেন না! বলিউডে আর দেখা যাবে না ফওয়দা খান, মাহিরাদের! উরি হামলার পর থেকেই পাকিস্তানিদের ব্যান করার পক্ষে মত দিয়েছে বলিউডের একাংশ। অনেকে আবার হেঁটেছেন একেবারে উল্টো পথে। সন্ত্রাস রুখতে শিল্পীদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা কখনও কাঙ্ক্ষিত নয়, এমন মত ছিল পরিচালক করণ জহরের। নানা পাটেকর সবার আগে দেশকেই প্রাধান্য দিয়েছেন। এই চাপানউতরের মধ্যে ভারত ছেড়ে দেশে ফিরেছেন ফওয়াদ খান, মাহিরারা। সীমান্তের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের  ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। উরি হামলার পাল্টা প্রত্যাঘাত হিসেবে ভারতের 'সার্জিক্যাল স্ট্রাইক', পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যান করল বলিউডকে। বলিউডে ব্যান 'পাকিস্তান', পাল্টা পাকিস্তানে ব্যান বলিউড। বলিউডে অভিনয় করতে আসা তারকাদের কথা এখন সবারই জানা। তবে এটা কি জানেন এমন অনেক বলিউড তারকা আছেন যাঁরা পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। উল্লেখ্য, এখন বিজেপি সাংসদ রয়েছেন এমন অভিনেত্রীও অতীতে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

কিরণ খের
পাকিস্তানি ফিল্ম- খামোশ পানি (২০০৩)

নাসিরুদ্দিন শাহ্‌
পাকিস্তানি ফিল্ম- খুদা কে লিয়ে (২০০৭), জিন্দা ভাগ (২০১৩)

শ্বেতা তিওয়ারি

পাকিস্তানি ফিল্ম- সুলতান (২০১৪)

নেহা ধুপিয়া
পাকিস্তানি ফিল্ম- কাভি পেয়ার না করনা 

জনি লিভার
পাকিস্তানি ফিল্ম- লাভ মে গুম

দীপ্তি গুপ্তা
পাকিস্তানি টিভি সিরিয়াল- ইশক জুনুন দিবাঙ্গি, মানে না ইয়ে দিল, মালাল, নিয়ত, মস্তানা মাহি 

.