আবার একসঙ্গে বিরাট-অনুষ্কা!

বিরহ যে ইন্ডিয়ান ক্রিকেটের স্টাইল আইকনকে বেশ কাবু করেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছিল। তা আরও পরিষ্কার হলো ইন্ডিয়ান হাই কমিশলের অনুষ্ঠানে বিরাটের গলায় 'যো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা' শোনার পর। বাকি সকলের মতো এই গানের 'মেসেজ' পৌঁছেছিল অনুষ্কার কানেও। আর তাতেই কি কাজ হলো?

Updated By: Mar 2, 2016, 03:21 PM IST
আবার একসঙ্গে বিরাট-অনুষ্কা!

ওয়েব ডেস্ক: বিরহ যে ইন্ডিয়ান ক্রিকেটের স্টাইল আইকনকে বেশ কাবু করেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছিল। তা আরও পরিষ্কার হলো ইন্ডিয়ান হাই কমিশলের অনুষ্ঠানে বিরাটের গলায় 'যো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা' শোনার পর। বাকি সকলের মতো এই গানের 'মেসেজ' পৌঁছেছিল অনুষ্কার কানেও। আর তাতেই কি কাজ হলো?

ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের জয় ও বিরাটের দুর্দান্ত পারফরমেন্স দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারেন নি বলিউড ডিভা। ম্যান অব দ্য ম্যাচকে ফোন করে অভ্যর্থনা জানান। গানের এই 'এফেক্ট' কি তবে মিলনেরই ইঙ্গিত?

.