নুসরতের বাড়িতে অঙ্কুশের জামাই আদর, অবাক হলেন? দেখুন

২৯ টুকরো মাংস অঙ্কুশের পাতে

Updated By: Jun 19, 2018, 02:33 PM IST
নুসরতের বাড়িতে অঙ্কুশের জামাই আদর, অবাক হলেন? দেখুন

নিজস্ব প্রতিবেদন : মাছের মুড়ো পাতে পড়েছে। ২৯ টুকরো মাংসও শেষ। তারপর ডাল, সবজি সেসব তো আছেই। জামাই ষষ্ঠী বলে কথা। তাই, জামাই আদর তো হবেই। কিন্তু, অতগুলো মাংস, মাছ, মাছের মুড়ো শেষ করতে গিয়ে জামাই অঙ্কুশের তো অবস্থা তো ত্রাহি ত্রাহি। ভাবছেন অঙ্কুশ আবার বিয়ে করলেন কবে? তাও আবার পাত্রী হলেন নুসরত। কি ঘাবড়ে গেলেন তো শুনে?

আরও পড়ুন : প্রিয়াঙ্কার জন্য এ কী হাল নিকের প্রাক্তন বান্ধবী ডেল্টার!

ঘটনাটা খোলসা করেই বলা যাক তাহলে। নুসরত এবং অঙ্কুশের একটি সিনেমার জামাই ষষ্ঠীর দৃশ্য শেয়ার করেন অভিনেত্রী। যেখানে জামাই আদর করা হচ্ছে অঙ্কুশকে। মাছ, মাংসের পাশাপাশি শেষ পাতে দেওয়া হয় রসগোল্লা। থালার ওপর একের পর এক রসগোল্লা সাজিয়ে দেওয়া হয় জামাইয়ের পাতে। আর সেই খাবার শেষ করতে গিয়ে অজ্ঞান হয়ে যান জামাইয়ের বন্ধু।

দেখুন সেই ভিডিও..

 

 

.