ঝাঁসির রাজা যীশু!

  এবার এক ফ্রেমে ধরা দেবেন কঙ্গনা রানাওয়াত ও যীশু সেনগুপ্ত।  শুধু তাই নয় কঙ্গনার সঙ্গে রোম্যান্স করতেও দেখা যেতে পারে যীশুকে। কারণ, তিনিই হতে চলেছেন কঙ্গনার 'স্বামী'।  তবে অবশ্যই সেটা রিল লাইফে।

Updated By: Jan 7, 2018, 03:03 PM IST
ঝাঁসির রাজা যীশু!

নিজস্ব প্রতিবেদন :  এবার এক ফ্রেমে ধরা দেবেন কঙ্গনা রানাওয়াত ও যীশু সেনগুপ্ত।  শুধু তাই নয় কঙ্গনার সঙ্গে রোম্যান্স করতেও দেখা যেতে পারে যীশুকে। কারণ, তিনিই হতে চলেছেন কঙ্গনার 'স্বামী'।  তবে অবশ্যই সেটা রিল লাইফে।

'মনিকর্নিকা : দ্যা কুইন অফ ঝাঁসি' ছবিতে দেখা যাবে টালিগঞ্জের এই জনপ্রিয় অভিনেতাকে। ছবিতে খোদ কঙ্গনা রানাওয়াতের স্বামীর চরিত্রে ধরা দেবেন যীশু, খবর এমনটাই। 
তবে এই প্রথমবার নয়, এর আগেও পিকু, বরফি, মরদানির মতো ছবিতে যীশুর অভিনয়  নজর কেড়েছে সকলের। 

প্রসঙ্গত, ঝাঁসির মহারাজা তথা রানি লক্ষীবাঈ-এর স্বামী ছিলেন গঙ্গাধর রাও নিওয়াকর।  যীশুকে দেখা যাবে সেই চরিত্রে। তবে ছবিতে ঝাঁসির রানির সঙ্গে গঙ্গাধর রাও নিওয়াকর রূপী যীশুকেও তরোয়াল চালাতে, বা যুদ্ধ করতে দেখা যাবে কিনা সেবিষয়টি এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে যদিও এখনও সিনেমার প্রযোজনা সংস্থা বা অভিনেতা কেউই মুখ খোলেননি।

 

.