মানালির পাহাড় ঘেরা বাড়িতে পার্টি, নাচে মগ্ন কঙ্গনা, দেখুন ভিডিয়ো

কঙ্গনার সঙ্গে রঙ্গোলিকেও দেখা যায় 

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 29, 2020, 06:04 PM IST
মানালির পাহাড় ঘেরা বাড়িতে পার্টি, নাচে মগ্ন কঙ্গনা, দেখুন ভিডিয়ো
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​জয়ললিতার বায়োপিক থলাইভির শ্যুটিং শেষ করে তেজস নিয়েও সমানে কাজ করে যাচ্ছেন কঙ্গনা রানাউত। সম্প্রতি নিজের মান্ডির বাড়িতে টিম তেজসের সঙ্গে পার্টিতে মাতেন কঙ্গনা রানাউত। টিম তেজস এবং কঙ্গনার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর বোন রঙ্গোলি চান্দেলকেও। যেখানে গুলাবী আঁখে যো তেরি-র ধুনে প্রত্যেককে কোমর দোলাতে দেখা যায়।

আরও পড়ুন  : 'নকল'-এর আড়ম্বর, বিয়ের পর জোরদার আক্রমণের মুখে নেহা কক্কর

দেখুন...

 

টিম কঙ্গনা রানাউতের তরফে ওই ভিডিয়ো প্রকাশ্যে আনতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এদিকে মুম্বইয়ের পালি হিলের অফিস ভাঙার পর কঙ্গনার সঙ্গে বিএমসির যে মামলা শুরু হয়েছে, তার জন্য বৃহন্মুবই পৌরনিগমের তরফে জাঁদরেল আইনজীবী দাঁড় করনো হয়েছে।সূত্রের খবর, কঙ্গনার বিরুদ্ধে ওই মামলায় জয় পেতে ৮২ লক্ষ দিয়ে আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে খবর। যাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন কঙ্গনা রানাউত।

.