একই সঙ্গে দুই ভাইয়ের বিয়ে, করণ রানাউতের গায়ে হলুদের অনুষ্ঠানে কঙ্গনা

তুতো ভাই করণের গায়ে হলুদে মায়ের কাছ থেকে ঝুমকো ধার করে পরলেন কঙ্গনা... 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 21, 2020, 01:35 PM IST
একই সঙ্গে দুই ভাইয়ের বিয়ে, করণ রানাউতের গায়ে হলুদের অনুষ্ঠানে কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন : কঙ্গনার ভাই অক্ষত ও করণ, আগামী তিন সপ্তাহের মধ্যে রানাউত পরিবারের দুই ছেলের বিয়ে। তাই খুশির মেজাজে ধরা পড়ল কঙ্গনা, রঙ্গোলি সহ গোটা রানাউত পরিবার। কয়েকদিন আগেই নিজের ভাই অক্ষতের 'বধাই' অনুষ্ঠানে দেখা গিয়েছিল কঙ্গনা ও রঙ্গোলিকে। এবার তুতো ভাই করণের গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রীকে।

ভাই করণের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ''রঙ্গোলির বিয়ের পর বাড়িতে আর কোনও বিয়ের অনুষ্ঠান হয়নি। সবাই আমাকে  ধন্যবাদ জানাচ্ছে। আজ আমার ভাই করণের বিয়ে। করণ ও অক্ষত প্রথা ভাঙল। আমার পৈত্রিক বাড়ি বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছে। আগামী ৩ সপ্তাহে দু'দুটি বিয়ে। আজ করণের গায়ে হলুদ।''

ভাই করণ রানাউতের গায়ে হলুদের অনুষ্ঠানের যে ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলিকে ভাইয়ের গায়ে জমিয়ে হলুদ লাগাতে দেখা যাচ্ছে। উপস্থিত রয়েছেন রানাউত পরিবারের অন্যান্য সদস্যরা।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তুতো ভাই করণ রানাউতের গায়ে হলুদে কঙ্গনাকে মেরুন রঙ্গে ডিজাইনার কুর্তা পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে মা আশা রানাউতের কাছ থেকে ঝুমকো ধার করে পরেছেন বলে জানিয়েছেন কঙ্গনা নিজেই।

কিছুদিন আগে নিজের ভাই অক্ষত রানাউতের 'বধাই' অনুষ্ঠানে ভিডিয়ো শেয়ার করেছিলেন কঙ্গনা ও রঙ্গোলি।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Kangana’s look for her brothers 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rangoli Chandel (@rangoli_r_chandel) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rangoli Chandel (@rangoli_r_chandel) on

প্রসঙ্গত কঙ্গনার দুই ভাই অক্ষত ও করণ দুজনেরই প্রাক- বিবাহ অনুষ্ঠান হচ্ছে অভিনেত্রীর পৈত্রিক বাড়ি মান্ডিতে।

.