Kangana Ranaut on Uddhav Thackeray: 'আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর...',উদ্ধব ঠাকরেকে হুমকি, ভাইরাল কঙ্গনার ভিডিও

ভিডিওটি দুবছর আগের। যখন বিএমসি-র তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনার অফিসের একাংশ। 

Updated By: Jun 23, 2022, 09:10 PM IST
Kangana Ranaut on Uddhav Thackeray: 'আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর...',উদ্ধব ঠাকরেকে হুমকি, ভাইরাল কঙ্গনার ভিডিও

নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranaut) অভিশাপ লেগেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের(Uddhav Thackeray)। এই কথা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই মুহূর্তে মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। বুধবারই উদ্ধব ঠাকরে তাঁর অফিসিয়াল বাড়ি ছেড়ে চলে এসেছেন তাঁর পৈতৃক বাড়িতে। তারই মাঝে ভাইরাল কঙ্গনা রানাওয়াতের পুরনো ভিডিও। যেখানে উদ্ধব ঠাকরেকে অভিশাপ দিচ্ছেন অভিনেত্রী। পুরনো এই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

ভিডিওটি দুবছর আগের। যখন বিএমসি-র তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছিল কঙ্গনার অফিসের একাংশ। তখনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে একটি ভিডিওতে কঙ্গনা বলেন, 'উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়? ফিল্ম মাফিয়াদের সঙ্গে আমার ঘর ভেঙে তুই বড় বদলা নিয়ে নিয়েছিস? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখিস।'

এক নেটিজেন সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ২০২০ সালেই উদ্ধব ঠাকরের ভবিষ্যত জেনে গিয়েছিল কঙ্গনা রানাওয়াত। তবে এখানেই শেষ নয়, আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে কঙ্গনা বলছেন, ইতিহাস জানে যারা যারা নারীদের অপমান করেছে, তাঁর পতন নির্ধারিত। আমি কারোর ক্ষতি করিনি কিন্তু আমাকে অপমান করা হয়েছে। 

প্রসঙ্গত, এখন সুতোয় ঝুলছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ভাগ্য়। ইতিমধ্যে প্রায় ৪২ জন বিধায়ক বিদ্রোহ করে একনাথ শিন্ডের (Eknath Shinde) দিকে চলে গিয়েছেন। সরকার গড়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি (BJP)। 

আরও পড়ুন: Mimi Chakraborty: এরাজ্যে নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, ওয়েব সিরিজ দেখে টুইট মিমির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.