New Year 2021: ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে সেলিব্রেশন পতৌদি পরিবারে

 দেখা গেল অভিনেত্রী কৃতিকা কর্মা, শিখা তালসানিয়াতে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 1, 2021, 02:04 PM IST
New Year 2021: ৩১ ডিসেম্বর রাতে জমিয়ে সেলিব্রেশন পতৌদি পরিবারে

নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারীর প্রকোপে ২০২০টা কারোরই বিশেষ ভালো কাটেনি। ২০২১ পড়তেই সকলে এখন বর্ষবরণের মেজাজে। বলা ভালো পার্টি মুডে। ৩১ শে ডিসেম্বর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। গোটা বলিউড আপাতত ছুটির মেজাজে। বছরের শেষদিন রাতেই পতৌদি পরিবারে হল জমিয়ে খাওয়া দাওয়া। হাজির ছিলেন সোহা আলি খান, কুণাল খেমু। দেখা গেল অভিনেত্রী কৃতিকা কর্মা, শিখা তালসানিয়াতে। উপস্থিত ছিলেন আরও একজন যাঁকে কিনা ভিডিও করতে দেখা গেল।  

বর্ষবরণের রাতে সেলিব্রেশনের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোহা আলি খান। ভিডিয়োতে সোহাকে পাশের কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতে দেখা গেল। সইফ ব্যস্ত ছিলেন মাংসের পিস করতে। সব মিলিয়ে পরিবেশটাও ছিল বেশ মনোরম। পুরো জায়গাটি সাজানো হয়েছিল বেলুন সহ নানান কিছু দিয়ে। 

আরও পড়ুন-'শাহিনবাগের দাদি'-ই তাঁর চোখে বাস্তবের 'ওয়ান্ডার ওম্যান', বললেন হলিউড তারকা Gal Gadot

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soha (@sakpataudi)

অন্যদিকে, সোহার পোস্ট করা আরও একটি ছবিতে বর্ষবরণের রাতে তাঁর গালে আদরের চু্ম্বনে ভরিয়ে দিতে দেখা গেল কুণাল খেমুকে। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soha (@sakpataudi)

তবে শুধু বর্ষবরণ নয়, গোটা পতৌদি পরিবার এমনিতেই এখন রয়েছে সেলিব্রেশনের মুডে। খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে সইফ-করিনার দ্বিতীয় সন্তান। এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন তারকা দম্পতি। 

আরও পড়ুন-Oindrila Sen নন, পাহাড়ি শহর শিমলাতে এ কোন সুন্দরীকে প্রকাশ্যে চুম্বন Ankush-র?

.