পড়লেন ৪০-এ, মাঝ রাতে জন্মদিনের পার্টিতে মাতলেন অন্তঃসত্ত্বা করিনা

হাজির ছিলেন করিশ্মা কাপুর, রণধীর কাপুর এবং ববিতা কাপুর 

Updated By: Sep 21, 2020, 09:59 AM IST
পড়লেন ৪০-এ, মাঝ রাতে জন্মদিনের পার্টিতে মাতলেন অন্তঃসত্ত্বা করিনা
জন্মদিনে করিনা

নিজস্ব প্রতিবেদন : ৪০-এ পড়লেন করিনা কাপুর খান। বাবা-মা-দিদির সঙ্গে চল্লিশের জন্মদিন পালন করলেন  বেবো বেগম। মহামারীর দাপটে এবার আর জন্মদিনের এলাহি পার্টির আয়োজন করতে দেখা যায়নি সইফ-করিনাকে। বাবা, মা, দিদি এবং সইফের সঙ্গে এক্কেবারে ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন বেবো। পেস্তা রঙের পোশাক পরে রবিবার রাতে 'ফ্যাবিউলাস ফর্টির' কেক কাটেন করিনা।

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

করিনার জন্মদিন উপলক্ষে রবিবার রাতেই কেকে কাটেন পতৌদি এবং কাপুর পরিবারের সদস্যরা। এক্কেবারে হাসি মুখে পরিবারের সদস্যদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় 'মমি টু বি' করিনা কাপুর খানকে। তবে করিনার জন্মদিনের পার্টিতে দেখা যায়নি ছোট্ট তৈমুরকে।

এদিকে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে সম্প্রতি জানান করিনা কাপুর খান। পতৌদি এবং কাপুর পরিবারে ফের নতুন সদস্য আসতে চলেছে, সইফের ওই ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন করিনার ভক্তরা। যা নিয়ে সম্প্রতি মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীর বাবা রণধীর কাপুরকে।

তিনি বলেন, ছেলে হোক বা মেয়ে, তাতে কিছু যায় আসে না। করিনা যাতে সুস্থ সন্তানের জন্ম দেন, সেই প্রার্থনাই করা হচ্ছে বলে জানান রণধীর কাপুর।

.