মাস্ক পরেননি কেন? মহামারীর মধ্যে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন এই তারকারা, আক্রমণ 'সইফিনা'-কে

কোনও মন্তব্য করেননি সইফ আলি খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 9, 2020, 06:30 PM IST
মাস্ক পরেননি কেন? মহামারীর মধ্যে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন এই তারকারা, আক্রমণ 'সইফিনা'-কে

নিজস্ব প্রতিবেদন : ​গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। যার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণর হার প্রায় প্রতিদিনই বাড়ছে চড়চড়িয়ে। সেই অবস্থায় মাস্ক ছাড়া কেন বাইরে বেরিয়েছেন, সেই প্রশ্নেই বিদ্ধ করা হল সইফ আলি খান এবং করিনা কাপুর খান-কে। 

আরও পড়ুন : নোবেলের 'তামাশা', বাংলাদেশি গায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ

বর্তমানে গোটা দেশে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে।  কিন্তু মহারাষ্ট্রের রেড জোনগুলিতে বাইরে বেরনোর বিধিনিষেধ এখনও বলবত। যার মধ্যে অন্যতম মুম্বই।  বাণিজ্যনগরীতে সংক্রমণের হার বেশি হওয়ায়, সেখানেই কড়াকড়ির মাত্রাও অব্যাহত। তারমধ্যেই করিনা এবং তৈমুরকে নিয়ে কেন মেরিন ড্রাইভে বেরোলেন সইফ আলি খান, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। 

শুধু তাই নয়, করিনা এবং তৈমুরের মুখে মাস্ক দেখা গলেও, সইফ কেন মাস্ক পরেননি, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। শুধু তাই নয়, এই ধরনের তারকারাই সাধারণ মানুষকে ভুল বার্তা দিচ্ছেন বলেও আক্রমণ করা হয় বলিউডের এই 'পাওয়ার কাপল'-কে। 

আরও পড়ুন : 'স্বামীকে কেড়ে নিয়েছেন, ঘর ভেঙেছেন শিল্পা', দাবি রাজের প্রথম স্ত্রীর

মেরিন ড্রাইভে বেরনোর পাশাপাশি আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় সম্প্রতি। যেখানে সইফের মুখে মাস্ক থাকলেও, ছোট্ট তৈমুরকে কেন মাস্ক পরানো হয়নি, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। 

.