নতুন বন্ধুর সঙ্গে হাত ধরাধরি খেলায় কার্তিক আরিয়ান

লভ আজ কাল ছবির দ্বিতীয় সংস্করণের শ্যুটিং করলেন কার্তিক-সারা।  

Updated By: Jul 9, 2019, 07:40 PM IST
নতুন বন্ধুর সঙ্গে হাত ধরাধরি খেলায় কার্তিক আরিয়ান

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি শেষ হয়েছে কার্তিক আরিয়ান ও সারা আলি খান অভিনীত 'লভ আজ কাল ২'-এর শ্যুটিং। এবার প্রকাশ্যে এল শ্যুটিং-এর ফাঁকে কার্তিকের খুনসুটির ভিডিয়ো। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন কার্তিক। লিখেছেন, "আমার নতুন বন্ধুর সঙ্গে খেলছি"।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক স্কুলপড়ুয়ার সঙ্গে খুনসুটি করছেন কার্তিক। শিশুটির হাত ধরে রয়েছেন কার্তিক। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সে। তারপর ওই শিশুর সঙ্গে 'মল্লযুদ্ধে' যোগ দেয় আর একটি শিশু।  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Playing around with my new bff

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

হিমাচলপ্রদেশে শ্যুটিংয়ের সময় কার্তিক-সারা দুজনেই বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেগুলি দেখেই বোঝা গিয়েছে, শ্যুটিংয়ের ফাঁকে যুগলে মজা করেছেন। অনুরাগীদের সঙ্গে ছবিও শেয়ার করেছেন কার্তিক-সারা। 

 

ছবির শেষ দৃশ্যের শ্যুটিংয়ে পরিচালক ইমতিয়াজ আলিকে জড়িয়ে ধরে আবেগতাড়িতও হয়ে পড়েন কার্তিক। চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে কার্তিক আরয়ান-সারা আলি খান অভিনীত  'লভ আজ কাল ২'।

.