'বিসর্জন'-এর স্বীকৃতি গোয়া আন্তর্জাতিক চলোচ্চিত্র উত্সবে
গোয়া আন্তর্জাতিক চলোচ্চিত্রোত্সবে দেখানো হল কৌশিক গাঙ্গুলির জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি বিসর্জন। শনিবার রাত সাড়ে আটটায় বিসর্জন ছবির স্ক্রিনিং হয়। স্ক্রিনিংয়ে হাজির থাকতে গোয়া পাড়ি দিয়েছিল পুরো টিম।
নিজস্ব প্রতিবেদন: গোয়া আন্তর্জাতিক চলোচ্চিত্রোত্সবে দেখানো হল কৌশিক গাঙ্গুলির জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি বিসর্জন। শনিবার রাত সাড়ে আটটায় বিসর্জন ছবির স্ক্রিনিং হয়। স্ক্রিনিংয়ে হাজির থাকতে গোয়া পাড়ি দিয়েছিল পুরো টিম।
গোয়া IFFI-এর মঞ্চে তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়ার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন পরিচালক।
An evening to remember for #Bishorjon team at #IFFI2017. The team was lauded & appreciated for their work.As the flag bearer of #BengaliCinema, @KGunedited & Producer #SuparnokantiKarati were presented with the prestigious Certificate of Participation from @IFFIGoa@itsmeabir pic.twitter.com/YH1dQuNPzG
— OPERA Movies (@OperaMovies) November 25, 2017
ছবির স্ক্রিনিংয়ের পর রবিবার বিসর্জন টিম স্পেশাল ডিনারে গিয়েছিল। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। টুইটারে এদিন আরও একবার গোটা টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন পরিচালক।
Team #Bishorjon at St. Anthony's. IFFI Goa @OperaMovies .Screening tomorrow 8.30pm .Inox2. pic.twitter.com/hl2cmYbcms
— Kaushik Ganguly (@KGunedited) November 24, 2017
কৌশিক গাঙ্গুলির বিসর্জন ছাড়াও এবছর গোয়া IFFI-তে দেখানো হচ্ছে প্রতীম ডি গুপ্তার 'মাছের ঝোল' ও পরিচালক অনীক দত্তের 'মেঘনাদ বধ রহস্য'।
ঠিক এক বছর আগে ২০১৬ সালে গোয়া আন্তর্জাতিক চলোচ্চিত্রোত্সবে একমাত্র বাংলা ছবি হিসাবে দেখানো হয়েছিল 'সহজ পাঠের গপ্পো'। ছবির সাফল্যের পর সেই স্মৃতি রোমন্থন ফেসবুকে ছবি পোস্ট করেছেন পরিচালক মানস মুকুল পাল।
আরও পড়ুন- শয্যা দৃশ্যে অভিনয় নেহাত চরিত্রের প্রয়োজনে: পাওলি