‘আর কোনও অ্যাওয়ার্ড শো-তে যাব না’, ফিল্মফেয়ার পুরস্কারকে একহাত নিলেন মনোজ মুন্তাশির

অ্যাওয়ার্ড ঘোষণা হওয়া মাত্রই উঠে বেরিয়ে যান মনোজ। পরে সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর প্রতিক্রিয়া।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 16, 2020, 02:10 PM IST
‘আর কোনও অ্যাওয়ার্ড শো-তে যাব না’, ফিল্মফেয়ার পুরস্কারকে একহাত নিলেন মনোজ মুন্তাশির

শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়: ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে একহাত নিলেন মনোজ মুন্তাশির। গুয়াহাটিতে শুক্রবার বসেছিল এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই সেরা গীতিকারের পুরস্কার পেলেন ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি। ‘গলি বয়’ ছবির ‘আপনা টাইম আয়েগা’ গানের জন্য সেরা গীতিকারের নাম ঘোষণা হওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন মনোজ মুন্তাশির। তাঁর লেখা ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ ছিল সেরা গীতিকারের নমিনেশনে। অ্যাওয়ার্ড ঘোষণা হওয়া মাত্রই উঠে বেরিয়ে যান মনোজ। পরে সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর প্রতিক্রিয়া। অভিমানী মুন্তাশির লেখেন, ‘অমি চেষ্টা করলেও তেরি মিট্টির থেকে একটা ভাল গান লিখতে পারব না। এই গানকে সম্মান যাঁরা জানাতে পারেন না, তাঁরা আসলে মানুষের দেশের প্রতি ভালবাসাকেই অসম্মান করেন। আমি সকলকে জানাচ্ছি, এরপর থেকে আমি আর কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাব না’।

গুয়াহাটির এই ঝাঁ চকচকে অনুষ্ঠানে এবার ‘গলি বয়’-এর জয়জয়কার।সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা সহ অভিনেতা, সেরা গীতিকার সহ ১৩টা অ্যাওয়ার্ড ঘরে তুলল জোয়া আখতারের ছবি। অস্কারের বিদেশী ছবির দৌড় থেকে ছিটকে যাওয়ার মনখারাপ নিশ্চয়ই সুদে-অসলে খুশি দিল ঘরোয়া ১৩টা ব্ল্যাক লেডি তুলে।

Filmfare Awards 2020

মাধুরী দীক্ষিত নেনের হাত থেকে সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার নিলেন রণবীর সিং। ইনস্টা হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে বললেন, জীবনে এত খুশি আগে হননি।

আফটার পার্টিতে ‘আপনা টাইম আয়েগা’ গেয়ে স্বামীর সাফল্য উদযাপন করলেন স্ত্রী দীপিকা পাড়ুকোন।

সমালোচকের বিচারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা গল্প-এই তিনটি ফিল্মফেয়ার পেল ‘আর্টকল ফিফটিন’।

ফিল্মফেয়ারের পুরো তালিকা দেখুন:

সেরা জনপ্রিয় ছবি– গলি বয়।

সেরা পরিচালক- জোয়া আখতার (গলিবয়)।

সেরা ছবি (সমালোচকদের বিচারে)- আর্টিকল ফিফটিন।

সেরা জনপ্রিয় অভিনেতা- রণবীর সিং (গলি বয়)।

সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে)- আয়ুষ্মান খুরানা (আর্টিকল ফিফটিন)।

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গলি বয়)।

সেরা অভিনেত্রী (ক্রিটিক চয়েস)-ভূমি পেদনেকর, তাপসী পান্নু (ষাণ্ড কি আঁখ)।

সেরা মিউজিক অ্যালবাম- গলি বয় ও কবীর সিং।

সেরা পার্শ্বগায়ক-অরিজিত্‍ সিং (কলঙ্ক)।

সেরা পার্শ্বগায়িকা-শিল্পা রাও (ওয়ার)।

লাইফটাইম অ্যাচিভমেন্ট-রমেশ সিপ্পি।

সিনেমায় উত্‍কর্ষ-গোবিন্দা।

.