Kharaj Mukherjee: ‘সন্মান নয় সম্মান! বানানটা ঠিক করতে হবে’ ভুল ধরিয়ে মহাবিপাকে খরাজ...

Bogla Mama Jug Jug Jio: ট্রেলার থেকেই দর্শকের মনে জায়গা পাকা করে নিচ্ছে বগলা মামা যুগ যুগ জিও। ২ মিনিট ২৯ সেকেন্ডের এই ট্রেলারে ভর করেই নস্টালজিয়ায় ভাসছে দর্শক। শিশু দিবসে প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। ছয় ঘণ্টায় এই ট্রেলার দেখে ফেলেছে প্রায় ১৫ হাজার দর্শক।

Updated By: Nov 14, 2023, 07:02 PM IST
Kharaj Mukherjee: ‘সন্মান নয় সম্মান! বানানটা ঠিক করতে হবে’ ভুল ধরিয়ে মহাবিপাকে খরাজ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেলার থেকেই শুরু বগলা মামার জাদু। টলিউড যখন থ্রিলারে আচ্ছন্ন তখনই যেন প্রাণখোলা হাসি নিয়ে স্ক্রিনে হাজির হতে চলেছেন বগলা মামা। মঙ্গলবার মুক্তি পেল ‘বগলা মামা যুগ যুগ জিও’-র(Bogla Mama Jug Jug Jio) ট্রেলার। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের(Dhrubo Bandopadhyay) ছবির ট্রেলার দেখেই যে কেউ বলবেন খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee) যুগ যুগ জিও। তবে সেখানে বিপদের মুখে বগলা মামা কারণ তিনি সম্মান শব্দটির উচ্চারণের ভুল ধরিয়ে দিয়েছেন। আর তাতেই খেপে লাল ফেলু আচার্য।

আরও পড়ুন- Amitabh Bachchan: অ্যাডমিশন পাচ্ছিলেন না কলেজে! দিল্লি থেকে সাইকেল চালিয়ে চন্ডীগড় গিয়েছিলেন অমিতাভ...

বাংলা সাহিত্যের আরও এক কাহিনি বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক। রাজকুমার মৈত্রের লেখা এই কাহিনির প্রেক্ষাপট আশির দশক। বগলা মামার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। ট্রেলারেই নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন অভিনেতা। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, ঋদ্ধি সেন, কৌশিক সেন, দিতিপ্রিয়া রায়, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে।

ট্রেলার থেকে স্পষ্ট আদ্যপান্ত মজার ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’। থিয়েটার নিবেদিত প্রাণ বগলাচরণ এক নাটকের দায়িত্ব নিয়ে নিয়েছে। এক গ্যাংস্টার ফেলু আচার্যকে দিয়ে থিয়েটার করানোর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন তিনি। আটের দশকের সঙ্গে মানানসই সাজপোশাকে দেখা মিলেছে বগলা অর্থাৎ খরাজেক। মূল গল্পে বগলার বন্ধুর সংখ্যা ন’জন। তবে এই ছবিতে পরিচালক সেটাকে পাঁচ জন করেছেন। ছবির ভিলেন অর্থাৎ ফেলু আচার্য হলেন রজতাভ দত্ত। হাসি, আড্ডা, আবেগ নিয়ে এগোবে ছবির গল্প।

আরও পড়ুন- Badshah-Mrunal Dating: ম্রুণালের প্রেমে মশগুল বাদশা! ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ব়্যাপার...

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় গল্পের প্রেক্ষাপটটুকু নিয়ে নিজের মতো করে ছবির চরিত্রদের সাজিয়েছেন পরিচালক। ট্রেলারে যেন এক লহমায় টাইম মেশিনে ভর করে ‘বগলা মামা' দর্শকদের পৌঁছে দিল আটের দশকে। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই পুরনোদিনের নাটকের গানের সুর। সব মিলিয়ে নস্টালজিয়ায় ভর করে হাসি, মজায় ট্রেলারে দর্শকের মন জয় করেছে বগলা মামা। জিও স্টুডিয়ো আর এসভিএফ প্রযোজনায় আগামী ২৮ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘বগলা মামা যুগ যুগ জিও’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.