কার্ডে নাম নেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সূচনায় আসছেন শাহরুখ

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সূচনা। সকাল সকালই শহরে এসেছেন অমিতাভ বচ্চন। থাকবেন শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও কাজল। এবারের চলচ্চিত্রোত্‍সবের থালি গার্ল মিমি চক্রবর্তী। সুদেষ্ণা রায় ও অভিজিত্‍ গুহ-র বেঁচে থাকার গান ছবি দিয়ে সূচনা হবে এবারের ফিল্মোত্‍সবের। এবারের আন্তর্জাতিক ফোকাস চিন। কাল থেকে আগামি সাত দিন ধরে এই শহর বড়পর্দা জ্বরে কাবু থাকবে।

Updated By: Nov 11, 2016, 03:21 PM IST
কার্ডে নাম নেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সূচনায় আসছেন শাহরুখ

ওয়েব ডেস্ক: আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সূচনা। সকাল সকালই শহরে এসেছেন অমিতাভ বচ্চন। থাকবেন শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও কাজল। এবারের চলচ্চিত্রোত্‍সবের থালি গার্ল মিমি চক্রবর্তী। সুদেষ্ণা রায় ও অভিজিত্‍ গুহ-র বেঁচে থাকার গান ছবি দিয়ে সূচনা হবে এবারের ফিল্মোত্‍সবের। এবারের আন্তর্জাতিক ফোকাস চিন। কাল থেকে আগামি সাত দিন ধরে এই শহর বড়পর্দা জ্বরে কাবু থাকবে।

 

 

 

.